শাহিদ কপূর। ছবি: সংগৃহীত।
চরিত্রের জন্য প্রতিনিয়ত নিজেকে ভাঙেন অভিনেতা শাহিদ কপূর। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সেই তালিকায় রয়েছে ‘ওড়তা পঞ্জাব’, ‘কমিনে’, ‘হৈদর’-সহ বেশ কিছু ছবি। বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’-তে একেবারে অন্য ভাবে দেখা যাবে তাঁকে। বলিসূত্রে খবর, এই ছবির জন্য নায়কের সারা শরীর জুড়ে বিশেষ ট্যাটু আঁকা হবে।
‘ওড়তা পঞ্জাব’ ছবির জন্য নিজের লুক একেবারে বদলে ফেলেছিলেন শাহিদ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন ছবিতে নায়কের লুক। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতার মুখ রক্তে রাঙা। চোখেমুখে এক অন্য ধরনের হাসি। পোশাকের আড়ালে উঁকি দিচ্ছে গোটা শরীরজোড়া ট্যাটু। এই লুক দেখে দর্শকের একাংশের প্রশ্ন, তা হলে কি সত্যিই সারা শরীরে নতুন ট্যাটু তৈরি করলেন নায়ক? তেমনটা হয়নি। খুব নিপুণ ভাবে, যত্ন নিয়ে নায়কের শরীরের এই ট্যাটু তৈরি করেছে পরিচালকের সৃজনশীল দলের সদস্যরা।
‘কবীর সিংহ’ ছবির পরে আর সে ভাবে শাহিদের কোনও ছবি নিয়ে আলোচনা হয়নি। মাঝে দুটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। কিন্তু বক্সঅফিসে সে ভাবে সাফল্য আসেনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা এই ছবি আবার নায়ককে ফিরিয়ে দিতে পারে সেই সাফল্য। বিশাল এবং শাহিদ জুটি আগে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছে দর্শককে। নতুন ভাবে শাহিদকে দেখতে আগ্রহী দর্শক।