Entertainment News

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এ এমা ওয়াটসনের পোশাক তৈরি করেছেন ভারতীয় শিল্পী!

মুক্তি পাওয়ার পর থেকেই খবরের শিরোনামে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। ছবির গল্পই হোক বা পরিচালনা, সবটাই বেশ পছন্দ হয়েছে সিনেপ্রেমীদের। এমা ওয়াটসনের অভিনয়ও উচ্চ প্রশংসা পেয়েছে সমালোচকদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৮:২৯
Share:

ভারতীয় শিল্পীর তৈরি পোশাকে এমা। ছবি: সংগৃহীত

মুক্তি পাওয়ার পর থেকেই খবরের শিরোনামে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। ছবির গল্পই হোক বা পরিচালনা, সবটাই বেশ পছন্দ হয়েছে সিনেপ্রেমীদের। এমা ওয়াটসনের অভিনয়ও উচ্চ প্রশংসা পেয়েছে সমালোচকদের। শুধু তাই নয়, ছবিতে এমার দুর্দান্ত কস্টিউমগুলিও নজর কেড়েছে দর্শকদের।

Advertisement

এ বার সেই কস্টিউমগুলি সম্বন্ধেই প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। যা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন খোদ ছবির কস্টিউম ডিজাইনার ও’সুলিভান। ছবিতে খুব সুন্দর সাদা রঙের একটি গাউন পরেছিলেন এমা। গাউনটির উপর নানা রঙের সুতো দিয়ে সুক্ষ্ণ কাজ করা। ‘দ্য কস্টিউম ডিরেক্টরি’র ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে, এমার জন্য এক্সক্লুসিভ গাউনটি বানিয়েছেন ভারতীয় দুই শিল্পী।

আরও পড়ুন: ‘নাচ বলিয়ে’-তে সবচেয়ে বেশি টাকা নিচ্ছেন কোন কাপল, জানেন?

Advertisement

এই ছবিটিই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ছবির কস্টিউম ডিজাইনার ও’সুলিভান

গুজরাতের ভুজের বাসিন্দা কসম ও জুমা নামের দুই ভাইয়ের হাতের নৈপুণ্যেই তৈরি হয়েছে এমার এই গাউনটি। গুজরাতের কচ এলাকায় ‘আরি কাজ’ খুবই জনপ্রিয়। সুক্ষ্ণ চেন সেলাই দিয়ে তৈরি হয় এই কাজ। পোশাকটি ডিজাইন করেছিলেন বিখ্যাত মার্কিন ডিজাইনার জ্যাকলিন ডুরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন