Paatal Lok

বিতর্ক চলছেই

হিন্দুধর্মের বর্ণবৈষম্য নিয়ে নাকি বিতর্কিত বার্তা দেওয়া হয়েছে সেখানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০০:১৫
Share:

জয়দীপ

ফের অভিযোগের মুখে অনুষ্কা শর্মার ‘পাতাল লোক’। অনুমতি না নিয়েই সিরিজ়ে তাঁর ছবি ব্যবহারের জন্য এ বার প্রযোজক অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ জানালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। ‘পাতাল লোক’-এর একটি দৃশ্যে জাতীয় সড়ক উদ্বোধনে উপস্থিত নেতা-মন্ত্রীদের ছবিতে ব্যবহার করা হয় বেশ কিছু বিজেপি নেতৃত্বের মুখ, যাঁদের মধ্যে ছিলেন অভিযোগকারীও। এ ছাড়া পুরো সিরিজ়টিকেই ‘অ্যান্টি ন্যাশনাল’ তকমা দিয়েছেন ওই বিধায়ক। কারণ, হিন্দুধর্মের বর্ণবৈষম্য নিয়ে নাকি বিতর্কিত বার্তা দেওয়া হয়েছে সেখানে। গুর্জরদের ‘ডাকাত’ হিসেবে দেখানো নিয়েও আপত্তি তুলেছেন ওই বিধায়ক। এর আগে ‘চিনি’ চরিত্রটি প্রসঙ্গে গোর্খা সম্প্রদায়ের রোষের মুখে পড়েছিলেন অনুষ্কা, উত্তর-পূর্বের মানুষদের ভাবাবেগে আঘাত করার অভিযোগে। এখন আরও একবার আঙুল উঠল ‘পাতাল লোক’-এর দিকে। তবে দর্শক সিরিজ়টি নিয়ে উচ্ছ্বসিত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন