বারো মাসে তেরো সাজে ‘মিস্টার প্যাশনেট’

‘মিস্টার প্যাশনেট’, কেননা পারফেকশনিস্ট বললেই তিনি আজকাল ভ্রু কুচকাচ্ছেন। আর বলছেন ‘আমাকে মিস্টার প্যাশনেট বললেই আমি বরং খুশি হব’। প্যাশনই বলুন বা পারফেকশন, এ সবের বাইরেও কিছু জিনিস আছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৬
Share:

মিস্টার প্যাশনেট’, কেননা পারফেকশনিস্ট বললেই তিনি আজকাল ভ্রু কুচকাচ্ছেন। আর বলছেন ‘আমাকে মিস্টার প্যাশনেট বললেই আমি বরং খুশি হব’। প্যাশনই বলুন বা পারফেকশন, এ সবের বাইরেও কিছু জিনিস আছে। সবচেয়ে বড় হল বাস্তব জীবন। রিল থেকে বেরিয়ে সাজাতে ইচ্ছা করে নিজেকে। সিনেমার বাইরে কোনও ইভেন্ট বা পার্টিতে অন্যদের মতো সেজেগুজে আসেন না আমির। কখনও সখনও পার্টিতে হাওয়াই চপ্পল পড়েও আসতে দেখা গেছে তাঁকে। হতে পারে সেটাও ‘স্টাইল স্টেটমেন্ট’। তবে এই বছরটা যেন প্রায় প্রত্যেক মাসেই আমিরককে দেখা গিয়েছে নানা রকমের সাজে। কখনও দাড়ি, কখনও গোঁফ। আবার কখনও উসকো খুসকো চুলে নিজেকে ক্যাজুয়াল লুকে সাজিয়েছেন আমির খান। একনজরে দেখে নেওয়া যাক সারা বছরটা রিল আর রিয়েল মিলিয়ে কীরকম সাজলেন আমির।

Advertisement

আরও পড়ুন: পাঠান কুর্তায় নজর কেড়েছেন যে সব বলিউড অভিনেতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement