Entertainment News

বিরাট-অনুষ্কার গ্যারাজে কোন কোন গাড়ি রয়েছে জানেন?

দেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় এই মুহূর্তে নিঃসন্দেহে শীর্ষস্থানে রয়েছেন বিরাট-অনুষ্কা। দু’জনেই নিজস্ব স্টাইল, কাজ এবং ব্যক্তিত্বে আট থেকে আশির ‘হার্টথ্রব’। বিরাট-অনুষ্কা দু’জনেই নাকি গাড়ি ভালবাসেন। গ্যালারির পাতায় ক্লিক করে এক বার বিরুষ্কার গ্যারাজে ঢুঁ দেবেন নাকি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৬
Share:
০১ ০৮

দেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের তালিকায় এই মুহূর্তে নিঃসন্দেহে শীর্ষস্থানে রয়েছেন বিরাট-অনুষ্কা। দু’জনেই নিজস্ব স্টাইল, কাজ এবং ব্যক্তিত্বে আট থেকে আশির ‘হার্টথ্রব’। বিরাট-অনুষ্কা দু’জনেই নাকি গাড়ি ভালবাসেন। গ্যালারির পাতায় ক্লিক করে এক বার বিরুষ্কার গ্যারাজে ঢুঁ দেবেন নাকি?

০২ ০৮

বিরাটের খুবই প্রিয় গাড়ি অডি। এই লাক্সারি গাড়ির বেশ কয়েকটি এডিশন রয়েছে তাঁর গ্যারাজে। একটি অডি আর এইট এলএমএক্স লিমিটেড এডিশনের মালিক বিরাট। নীল রঙের এই লাক্সারি অডির দাম ২ কোটি ৯৭ লক্ষ টাকা।

Advertisement
০৩ ০৮

অডির আরও একটি এডিশন, আর এইট ভি টেন প্লাস রয়েছে বিরাটের কাছে। প্রায় ২ কোটি টাকা দামের এই গাড়িটিতে ৫.২ লিটার ভি টেন ইঞ্জিন রয়েছে।

০৪ ০৮

বিরাটের গ্যারাজে রয়েছে কালো রঙের এই অডি এ এইট ডব্লুউ টুয়েলভ গাড়িটিও। অত্যন্ত দ্রুত গতির এডিশনের এই অডির দাম ১ কোটি ৮৭ লক্ষ টাকা।

০৫ ০৮

অডি কিউ সেভেন সিরিজেরও একটি সাদা লাক্সারি গাড়ি রয়েছে বিরাটের। গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়াও একটি অডি এস সেভেন রয়েছে বিরাটের।

০৬ ০৮

বিরাটের গ্যারাজে সবচেয়ে কম দামের গাড়ি একটি রেনো ডাস্টার। ২০১২ সালে শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ হওয়ার পর এই গাড়িটি পুরস্কার পেয়েছিলেন তিনি। গাড়িটির দাম প্রায় ১৪ লক্ষ টাকা।

০৭ ০৮

বিরাটের মতো অনুষ্কারও গাড়ির কালেকশন নজরকাড়া। একটি কালো রেঞ্জ রোভার ভোগ তাঁর সবচেয়ে পছন্দের। মুম্বইতে বেশিরভাগ সময় এই গাড়িতেই যাতায়াত করেন তিনি। এই লাক্সারি এসইউভি গাড়িটির দাম ২ কোটি ৮ লক্ষ টাকা।

০৮ ০৮

অনুষ্কার একটি কালো বিএমডব্লিউ সেভেন সিরিজও রয়েছে। গাড়িটির দাম প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা। ভোগ ম্যাগাজিনের পক্ষ থেকে অনুষ্কা উপহার পেয়েছিলেন এই গাড়িটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement