Entertainment News

মেয়ের কী নাম রাখলেন শাহিদ-মীরা?

গত ২৬ অগস্ট মেয়ের বাবা হয়েছেন শাহিদ কপূর। বাড়িতেও নিয়ে এসেছেন সদ্যোজাত কন্যা ও স্ত্রী মীরাকে। কিন্তু এত দিনে মেয়ের নাম রাখলেন কপূর দম্পতি। কপূর পরিবারের কনিষ্ঠ সদস্যের নাম মিশা। মিশা কপূর। অনেক জল্পনার পর এই নামটি বেছে নিয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫০
Share:

গত ২৬ অগস্ট মেয়ের বাবা হয়েছেন শাহিদ কপূর। বাড়িতেও নিয়ে এসেছেন সদ্যোজাত কন্যা ও স্ত্রী মীরাকে। কিন্তু এত দিনে মেয়ের নাম রাখলেন কপূর দম্পতি। কপূর পরিবারের কনিষ্ঠ সদস্যের নাম মিশা। মিশা কপূর। অনেক জল্পনার পর এই নামটি বেছে নিয়েছেন তাঁরা। শাহিদ ও মীরার নামের কম্বিনেশনে রাখা হয়েছে মেয়ের নাম।

Advertisement

কিন্তু মেয়ের নাম রাখতে এত দেরি করলেন কেন তাঁরা জানেন?

আসলে শাহিদ-মীরা ‘রাধা স্বামী সত্সঙ্গ বিয়াস’-এর ভক্ত। তাই তাঁরা চেয়েছিলেন, ওই সঙ্ঘের প্রধান বাবা গুরলিন্দর সিংহ মেয়ের নাম রাখুন। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে অমৃতসর গিয়ে গুরুর সঙ্গে দেখা করার পর মেয়ের নাম রাখা হবে। শাহিদের বাবা পঙ্কজ কপূর গুরুজিকে ফোন করে নামের সাজেশনও চেয়েছিলেন। শেষ পর্যন্ত মিশা নামটি বেছে নিয়েছেন সকলে।

Advertisement

আরও পড়ুন

দুর্গোৎসবের নতুন ঠিকানা: আনন্দ উৎসব

পাখিদের স্বর্গরাজ্যে কয়েকটা দিন

সুস্মিতা, আমিশার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিক্রম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement