Entertainment News

আলোর উত্সবে ঐশ্বর্যার মন খারাপ!

প্রতি বছরই ‘জলসা’য় দিওয়ালি পার্টির আয়োজন করেন অমিতাভ বচ্চন। জয়া বচ্চন, অভিষেক, শ্বেতা, ঐশ্বর্যা রাই বচ্চন সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত থাকেন। এমনকী পরিবারের সবচেয়ে ছোট সদস্য আরাধ্যা বচ্চনও অতিথি আপ্যায়ণ করতে ব্যস্ত থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৬:৩০
Share:

আলোর দীপাবলি। উত্সবের রঙে, আলোর সাজে সেজে উঠেছে গোটা দেশ। কিন্তু মুম্বইয়ের ‘জলসা’য় আজ কোনও উত্সব নয়। ওই বাংলোর বাসিন্দা বচ্চন পরিবারের কেউই দিওয়ালির আনন্দে অংশ নেবেন না। এমন খুশির দিনে মনখারাপ ঐশ্বর্যা রাই বচ্চনের। কেন জানেন?

Advertisement

আরও পড়ুন, দিওয়ালিতে কী করছেন সেলেবরা?

প্রতি বছরই ‘জলসা’য় দিওয়ালি পার্টির আয়োজন করেন অমিতাভ বচ্চন। জয়া বচ্চন, অভিষেক, শ্বেতা, ঐশ্বর্যা রাই বচ্চন সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত থাকেন। এমনকী পরিবারের সবচেয়ে ছোট সদস্য আরাধ্যা বচ্চনও অতিথি আপ্যায়ণ করতে ব্যস্ত থাকে। কিন্তু চলতি বছরে কোনও সেলিব্রেশনে নেই তাঁরা। কারণ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। সে কারণেই এ বছর সব আনন্দ অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখছেন তাঁরা। বলি সূত্রে খবর, কোনও পার্টি নয়, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দিওয়ালির দিনটা কাটাবেন বচ্চনরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement