When Will Sourav Ganguly Start Shooting?

ছোটপর্দায় ফিরছেন সৌরভ, জীবনীছবির শুটিং-ও শুরু হবে! বদলে যাচ্ছেন ‘মহারাজ’-এর ছবির নায়িকা?

মার্চ আপাতত ‘পাখির চোখ’। খবর, একই মাসে শুরু হতে চলেছে সৌরভের জীবনী ছবি এবং বাংলা ‘বিগ বস’-এর শুটিং।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৫:২২
Share:

কবে থেকে ফ্লোরে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ছবি: ফেসবুক।

একদিকে তাঁর জীবনীছবি। অন্য দিকে, বাংলা ‘বিগ বস’-এ তাঁর সঞ্চালনা। বছর ঘুরতে না ঘুরতেই ফের খবরের শিরোনাম সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আপ্তসহায়ক তানিয়া আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, সব ঠিক থাকলে স্টার জলসার এই রিয়্যালিটি শো-এর শুটিং শুরু হবে মার্চ থেকে।

Advertisement

সৌরভ বিদেশ সফরে ব্যস্ত। তাঁর জীবনীছবির কাজ কিন্তু থমকে নেই। ইতিমধ্যেই ছবির পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এবং তাঁর দল এসে কলকাতার বিভিন্ন জায়গা রেকি করে গিয়েছেন। তাঁরা সৌরভের বাড়িতেও যাবেন। বাংলার ‘মহারাজ’-এর বাড়ির অন্দরমহলের কিছু অংশ ক্যামেরাবন্দি করবেন তাঁরা। তানিয়ার কথায়, “কলকাতায় ‘দাদা’র বাড়ির মতো লাল বাড়ি বা ডোনাদির বাড়ির মতো বাড়ি ওঁরা পাননি। তাই অন্দরমহল এবং বাড়ির কিছু ছবি তুলে নিয়ে যাবেন। তার পর মুম্বইয়ে সেট বানিয়ে শুটিং হবে।”

এখানেও চমক রয়েছে। গত বছর থেকে শোনা যাচ্ছিল, বড়পর্দায় ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ হবেন মিমি চক্রবর্তী। সেখানেও বড় বদল আসতে চলেছে। জানা গিয়েছে, পরিচালক বিক্রম এবং অভিনেতা বাছাইয়ের দায়িত্বে থাকা মুকেশ ছাবড়া ও তাঁর দল নাকি ‘ডোনা’র ভূমিকায় বাংলার অন্য কোনও অভিনেত্রীকে নিতে চলেছেন। ‘দাদা’র সবুজ সঙ্কেত পেলে মিমিকে ‘সৌরভ ঘরনি’র ভূমিকায় দেখা না-ও যেতে পারে। তবে বাংলা থেকে এক ঝাঁক অভিনেতা থাকবেন। ছবিতে সৌরভ-ডোনার কন্যা সানাকেও দেখানো হবে। ২০১১ সাল পর্যন্ত ছবিতে তুলে ধরা হবে। সানা তখন খুবই ছোট। তাই এই ভূমিকায় মুম্বইয়ের কোনও শিশুশিল্পী অভিনয় করবে।

Advertisement

ছবির শুটিং হবে কলকাতা, মুম্বই, লন্ডন মিলিয়ে। শহরের ইডেন গার্ডেন, কলকাতার বেশ কিছু এলাকা ইতিমধ্যেই বেছে নিয়েছেন পরিচালক। তবে ‘দাদা’র সঙ্গে এখনও বসা হয়নি রাজকুমার রাও-এর। তিনিই পর্দার ‘সৌরভ’। সৌরভ শহরে ফিরলেই নায়ক পা রাখবেন কলকাতায়। মুখোমুখি বসবেন দু’জনে। যদিও রাজকুমার নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁর স্ত্রী পত্রলেখা বাঙালি। তাঁর কাছে বাংলা ভাষা শিখছেন। সৌরভ বাঁ-হাতি ক্রিকেটার। রাজকুমার সেই অভ্যাসও শুরু করে দিয়েছেন।

আর বাংলা ‘বিগ বস’? সৌরভ বাংলা বিনোদনদুনিয়ার কোন কোন খ্যাতনামীর সঙ্গে খেলবেন? আপাতত এ বিষয়ে নীরব গঙ্গোপাধ্যায় পরিবার এবং ‘দাদা’র আপ্তসহায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement