Entertainment News

‘বস ২’-এর নতুন গান ‘আল্লা মেহেরবান’-এর মুক্তি আগামিকাল

‘আল্লা মেহেরবান’। না! কোনও সাধারণ ধর্মপ্রাণ মানুষ নন। এ কথা বলছেন ‘বস’!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১৯:৩২
Share:

গানের শুটিংয়ে জিত্ ও নুসরত ফারিয়া।

‘আল্লা মেহেরবান’। না! কোনও সাধারণ ধর্মপ্রাণ মানুষ নন। এ কথা বলছেন ‘বস’!

Advertisement

হেঁয়ালি মনে হচ্ছে? আদৌ তা নয়। তা হলে বিষয়টা ঠিক কী?

‘বস ২’ নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন জিত্। সব কিছু ঠিক থাকলে চলতি বছর ঈদে মুক্তি পাবে ছবিটি। তার আগে ‘আল্লা মেহেরবান’ বলছেন নায়ক। কেন জানেন?

Advertisement

আরও পড়ুন, ‘কান’-এর রেড কার্পেটে রূপকথা তৈরি করলেন ঐশ্বর্যা

আসলে আগামী ২৬মে মুক্তি পাবে এই ছবির গান ‘আল্লা মেহেরবান’। সে কারণেই ‘বস’ এখন আল্লার বন্দনা করছেন। জিত্-এর সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন শুভশ্রী এবং নুসরত ফারিয়া।

প্রথম ছবি ‘বস’-এর পর ‘বস ২’ নিয়েও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। দুই নায়িকার সঙ্গে জিত্-এর কেমিস্ট্রিও নতুন করে দেখার অপেক্ষায় রয়েছেন সিনে প্রেমীরা। তার আগে নতুন এই গানটি সকলের মন জয় করবে বলেই আশা করছেন নির্মাতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement