— প্রতীকী চিত্র।
কর্তব্যরত হোমগার্ডকে কাজে বাধা দেওয়া এবং নিগ্রহ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত মল্লিক। তাঁর বাড়ি ধাপা এলাকায়। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। শনিবার শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারত তাঁকে ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, এন্টালি থানা এলাকার পামারবাজার রোড এবং লরি রোডের সংযোগস্থলে। সেখানে ডিউটি করছিলেন শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের হোমগার্ড আলাউদ্দিন কাজি। অভিযোগ, একটি বেপরোয়া ট্যাক্সি তাঁকে ধাক্কা মারে। এ নিয়ে ট্যাক্সিচালকের সঙ্গে বচসা শুরু হয় ওই হোমগার্ডের। বচসা চলাকালীন সেখানে চলে আসেন অভিযুক্ত রোহিত। তিনি ঘটনাটি নিজের মোবাইল ফোনে বন্দি করতে শুরু করেন। তাঁকে ওই ভিডিয়ো তুলতে বারণ করেন হোমগার্ড। এ নিয়ে হোমগার্ডের সঙ্গে রোহিতের কথা কাটাকাটি শুরু হয়। তখন তিনি আচমকাই কাজিকে ধাক্কা মারেন বলে অভিযোগ। এমনকি, তাঁর বুকে আঘাত করা হয় বলেও অভিযোগ।
এক পুলিশ অফিসার জানান, ওই ঘটনায় জখন হন অভিযোগকারী হোমগার্ড। তবে, তাঁর আঘাত গুরুতর নয়। খবর পেয়ে এন্টালি থানার পুলিশ বাহিনী এবং ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট সেখানে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। পরে তাঁকে থানায় নিয়ে এসে গ্রেফতার করা হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে