Elephant

কঠিন শাস্তির আবেদন বলি তারকাদের

এই নারকীয় ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন বলিউডের তারকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৩:২৯
Share:

অনুষ্কা

সম্প্রতি কেরলে এক গর্ভবতী হাতিকে বাজি-সমেত একটি আনারস খাওয়ানোর জন্য পুকুর পাড়ে তা রেখে দেওয়া হয়। হাতির মুখেই বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। কয়েক মিনিটের মধ্যে সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এই নারকীয় ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন বলিউডের তারকারা। অনুষ্কা শর্মা, রণদীপ হুডা টুইট করে এই অমানবিক কাজের জন্য যোগ্য শাস্তির আবেদন জানিয়েছেন। অনুষ্কার মতে, পশুদের প্রতি এমন হিংস্র কাজের বিরুদ্ধে আইন কঠোরতম হওয়া উচিত। শ্রদ্ধা কপূরও বিস্ময় প্রকাশ করেছেন, ‘এ রকম বর্বর আচরণ কেউ কী ভাবে করতে পারে?’ যেটা দেখেই তাঁর কষ্ট হচ্ছে। বরুণ ধওয়ন, দিয়া মির্জ়া, জন আব্রাহামও হাতিটির ছবি পোস্ট করে রাগ ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁদের মতে, শুধু কঠিন আইন হলেই হবে না, তার প্রয়োগও যথাযথ হওয়া উচিত। টলিউডের রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র ঘটনাটির নিন্দে করে পোস্ট দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement