নাগপুরে নাট্যোৎসব

নাটক নিয়ে বাঙালির আবেগ এমনিতেই বেশি। আর বহির্বঙ্গে বসে বাংলা নাটক দেখা তো প্রবাসী বাঙালির কাছে হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা! নাগপুরের বাঙালিদের অভিজ্ঞতা তেমনই। সম্প্রতি সেখানে দু’দিনের এক বাংলা নাট্যোৎসবের আয়োজন করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং বেঙ্গলি এডুকেশন সোসাইটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৫ ১৮:৪২
Share:

দেবশঙ্কর হালদার।

নাটক নিয়ে বাঙালির আবেগ এমনিতেই বেশি। আর বহির্বঙ্গে বসে বাংলা নাটক দেখা তো প্রবাসী বাঙালির কাছে হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা! নাগপুরের বাঙালিদের অভিজ্ঞতা তেমনই। সম্প্রতি সেখানে দু’দিনের এক বাংলা নাট্যোৎসবের আয়োজন করে বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং বেঙ্গলি এডুকেশন সোসাইটি।

Advertisement

নাট্যোৎসবে দেবশঙ্কর হালদার অভিনীত দু’টি নাটক ‘বর্ণ পরিচয়’ এবং ‘যদিদং’ মঞ্চস্থ হয়। নাট্যোৎসব ঘিরে নাগপুর শহর-সহ আশপাশের এলাকার বাঙালিদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রবল বৃষ্টির মধ্যে দর্শকেরা ভিড় জমিয়ে নাটক দেখেছেন। বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ মৈত্র জানান, নাগপুরে নাট্যচর্চার ইতিহাস প্রায় পঞ্চাশ বছরের পুরনো। নিজস্ব প্রযোজনার সংখ্যা কমে গেলেও নাট্যচর্চার ঐতিহ্যকে হারিয়ে যেতে দেননি বলে দাবি তাঁর। দর্শকদের মধ্যে হাজির ছিলেন পরিবেশবিদ তপন চক্রবর্তী। তিনি বলেন, “দুই পুরুষ ধরে আমরা নাগপুরের বাসিন্দা হলেও কলকাতার অভাব কোনও দিন বোধ করিনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন