বিপাশার বিয়েতে এক্সদের ‘নো এন্ট্রি’!

প্রেম করেছেন অনেক। এ বার স্ট্রেট বিয়ের পিঁড়িতে। কিন্তু কোনও প্রাক্তন বয়ফ্রেন্ডকেই নাকি বিয়েতে নেমন্তন্ন করছেন না বিপাশা বসু। আগামী ৩০ এপ্রিল নায়িকার বিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ১২:৩৪
Share:

প্রেম করেছেন অনেক। এ বার স্ট্রেট বিয়ের পিঁড়িতে। কিন্তু কোনও প্রাক্তন বয়ফ্রেন্ডকেই নাকি বিয়েতে নেমন্তন্ন করছেন না বিপাশা বসু।

Advertisement

আগামী ৩০ এপ্রিল নায়িকার বিয়ে। শপিং, নিমন্ত্রণ সবই চলছে বেশ হিসেব করে। বিয়ের আসরে আসলে কোনও ঝামেলা চান না তিনি। তাই মিলিন্দ সোমন, ডিনো মরিয়া, জন আব্রাহাম এবং হরমন বাওয়েজাকে নাকি নিমন্ত্রণ করেননি বং-বিউটি। আর এঁদের মধ্যে নাকি একমাত্র জনের সঙ্গেই এখনও নায়িকার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: শকিং! জানেন, বিপাশার ওয়েডিং প্ল্যানার কে?

Advertisement

আগামী ২৮ এপ্রিল জুহুর একটি লাউঞ্জ বারে মেহেন্দির অনুষ্ঠান হবে বিপাশার। ৩০ এপ্রিল বাঙালি মতে বিয়ে করছেন। আত্মীয়-বন্ধুরা হাজির থাকলেও কোনওমতেই তাঁর পুরনো প্রেমিকদের ডাকছেন না বিপস্।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement