২৬/১১-র ঘটনা উঠে এসেছে বেশ কয়েকটি ছবিতে। ছবি: সংগৃহীত।
২৬ নভেম্বর, ২০০৮। ভারতের মানুষ সাক্ষী থেকেছিল এক ভয়াবহ ঘটনার। মুম্বই শহরের একাধিক স্থানে সেই জঙ্গি হামলার ঘটনায় আজও শিউরে ওঠে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন দিন সময় লেগে গিয়েছিল। সেই ভয়াবহ দিনটা ঠিক কেমন ছিল, তা তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি ছবিতে।
১) মুম্বই হোটেল: ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে সেই দিন ঠিক কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে এই ছবিতে। দেব পটেল ও অনুপম খের অভিনীত এই ছবিটি সমালোচক মহলে প্রশংসাও পেয়েছিল।
২) দ্য অ্যাটাক্স অফ ২৬/১১: রামগোপাল বর্মা পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। কী ভাবে জঙ্গিরা আরব সাগর দিয়ে ভারতে ঢুকেছিল এবং অজমল কসাবকে বন্দি করার পরে সে কী বলেছিল, তা-ও রয়েছে এই ছবিতে। ছবিতে পুলিশ কমিশনার নানা পটেকরের অভিনয় চর্চায় উঠে এসেছিল।
৩) মেজর: তাজ হোটেলে সাধারণ মানুষকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। তাঁকে উৎসর্গ করেই এই ছবি তৈরি হয়েছিল। ২০২২-এ মুক্তি পেয়েছিল তেলুগু-হিন্দি দ্বিভাষিক ছবি।
৪) তাজমহল: তাজ হোটেলে জঙ্গি হামলার সময়ে আটকে পড়েন এক ফরাসি মহিলা। তার পর কী হয়? ফরাসি-বেলজিয়াম যৌথ প্রযোজনার এই ছবিতে উঠে আসে তা-ই। এই ছবিও মুম্বইয়ে ঘটে যাওয়া ২৬/১১ হামলা নিয়েই তৈরি।
৫) ওয়ান লেস গড: একদল পর্যটক এসে মুম্বইয়ের তাজ হোটেলে ওঠেন। তখনই হয় সেই হামলা। অস্ট্রেলীয় এই ছবিতে উঠে আসে ২৬/১১-র ঘটনা।
৬) মুম্বই ডায়েরিজ়: ওটিটি-তে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে মুম্বই হামলার ঘটনা দেখানো হয়েছিল।