Entertainment News

শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার

বলিউড বাদশার সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাঁকে নষ্ট করেছেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ১৩:৪০
Share:

ইনিই সেই নায়িকা।

বলিউড বাদশার সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাঁকে নষ্ট করেছেন! এমন বিস্ফোরক কথা বললেন পাক অভিনেত্রী মাহিরা খান।

Advertisement

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ ও মাহিরা অভিনীত ‘রইস’। মুক্তির আগেই এসেছিল বহু বাধা। ভারতে শাহরুখ খানের সঙ্গে কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। দুবাইতে একাই করেছেন প্রোমোশন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তাঁর শুটিং পর্বের কাহিনি জানিয়েছেন নায়িকা। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর ম্যাজিক্যাল মোমেন্টের কথাও।

আরও পড়ুন, বক্স অফিসে রেকর্ডের পাহাড়ে ‘দঙ্গল’

Advertisement

মাহিরার কথায়, ‘‘আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত। আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনও মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, তার বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই ওর বড় ভক্ত।”

শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, “শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে।’’

‘রইস’ ছবির একটি দৃশ্যে শাহরুখ ও মাহিরা।

মাহিরার এই বক্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এ নিছকই মজা করে বলেছেন নায়িকা। তাঁর এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনও মানে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement