Entertainment News

নগ্ন দৃশ্যে অভিনয়ের অফার, ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী

‘‘আজ আমার ৪৪ বছর বয়স। আজ বলতে পারি, সে দিন নিজের জন্য গর্ব হয়েছিল। এটাও মনে হয়েছিল, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওই মুহূর্তটা মনে রাখব’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ১৩:১০
Share:

ইনি কে, গেস করতে পারছেন?

অনস্ক্রিন নগ্ন হতে হবে। প্রথম ছবিতেই নাকি তাঁকে এই শর্ত দেওয়া হয়েছিল। সে কারণে একটুও না ভেবে, ইন্ডাস্ট্রিতে সদ্য পা দেওয়া মেয়েটি ফিরিয়ে দিয়েছিল সেই লোভনীয় ছবির অফার। মেয়েটি অর্থাত্ অভিনেত্রী পেনোলোপ ক্রুজ। কেরিয়ারের এতগুলো দিন পেরিয়ে আসার পর প্রকাশ্যে এ কথা স্বীকার করেছেন অভিনেত্রী।

Advertisement

ক্রুজ জানিয়েছেন, সে সময় তাঁর বয়স ২১। খুব ভাল অফার পেয়েও সে সময় তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। সদ্য সাগ আফ্টরা ফাউন্ডেশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘‘আমাকে বলা হয়েছিল, স্ক্রিন টেস্ট দিতে পার। কিন্তু স্ক্রিপ্টে না থাকলেও কিছু নগ্ন দৃশ্যে অভিনয় করতে হতে পারে। তাতে রাজি তো?’’

এর পরই অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্রুজ। সে সময় তিনি নিজের মনের কথা শুনেছিলেন। ‘‘আজ আমার ৪৪ বছর বয়স। আজ বলতে পারি, সে দিন নিজের জন্য গর্ব হয়েছিল। এটাও মনে হয়েছিল, জীবনের শেষ দিন পর্যন্ত আমি ওই মুহূর্তটা মনে রাখব’’ শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন, সমতা দাসের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট! কী বলছেন অভিনেত্রী?


পেনোলোপ ক্রুজ আসলে যেমন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement