Entertainment News

ছবিটা কাদের? চিনতে পারছেন?

বলিউডের ‘কিউট’ বাবা-ছেলের তালিকায় শাহরুখ খান এবং আব্রামের নাম প্রথম সারিতে থাকবে। তাঁদের ছবিও তুমুল জনপ্রিয় ওয়েব দুনিয়ায়। তবে এ বার তাঁদের একেবারে অন্যরকম ছবি শেয়ার করলেন খোদ গৌরি খান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ১৭:০৬
Share:

গৌরি খানের শেয়ার করা ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

বলিউডের ‘কিউট’ বাবা-ছেলের তালিকায় শাহরুখ খান এবং আব্রামের নাম প্রথম সারিতে থাকবে। তাঁদের ছবিও তুমুল জনপ্রিয় ওয়েব দুনিয়ায়। তবে এ বার তাঁদের একেবারে অন্যরকম ছবি শেয়ার করলেন খোদ গৌরি খান।

Advertisement

আইপিএল ম্যাচে গ্যালারিতে শাহরুখ-আব্রামের এই ছবিটি একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ছবিটি এডিট করা হয়েছে। গৌরি জানিয়েছেন, আব্রাম পুরোপারি ‘ড্যাডিস্ কিড’। তাই তাঁদের স্পেশাল মোমেন্ট আরও স্পেশাল করে রাখতে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরি।

আরও পড়ুন, ৭২ বছরের সায়রা বানুকে কেমন দেখতে হয়েছে জানেন?

Advertisement

এই হল শাহরুখ-আব্রামের আসল ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement