মার্ভেলাস

সদ্য ‘থর র‌্যাগনোরক’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। থর তো আছেনই। ক্রিস হেমসওয়ার্থকে এবার অন্য লুকে দেখা যাচ্ছে ছবিতে। সঙ্গে উপরি পাওনা হাল্ক। থর আর হাল্ক একে অপরের সঙ্গে লড়ছে এমন একটি দৃশ্য রয়েছে ট্রেলারে।

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০০:২৪
Share:

সদ্য ‘থর র‌্যাগনোরক’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। থর তো আছেনই। ক্রিস হেমসওয়ার্থকে এবার অন্য লুকে দেখা যাচ্ছে ছবিতে। সঙ্গে উপরি পাওনা হাল্ক। থর আর হাল্ক একে অপরের সঙ্গে লড়ছে এমন একটি দৃশ্য রয়েছে ট্রেলারে। মার্ভেল কমিক্সের আরও এক সদস্য ডক্টর স্ট্রেঞ্জও আছে এই ছবিতে। যদিও ট্রেলারে তাকে দেখা যাচ্ছে না। যাকে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ তৈরি হয়েছে সেটা কেট ব্ল্যাঞ্চেটের চরিত্র হেলা। যে নাকি থরের হাতুড়িকে রুখে দেওয়ার ক্ষমতা রাখে। গল্পে অনেক টুইস্ট রয়েছে, সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। মার্ভেল ভক্তদের অবশ্য নভেম্বর মাস পর্যন্ত দিন গোনা ছাড়া আর কিছু করার নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement