Tigmanshu Dhulia

গ্রুপবাজিতে ইন্ডাস্ট্রির কোনও লাভ হচ্ছে না, বললেন তিগমাংশু

‘পান সিংহ তোমর’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া মনে করেন, এই গ্রুপবাজি ইন্ডাস্ট্রিকে বাড়তে দিচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০১:০২
Share:

তিগমাংশু

একটা মৃত্যু অনেক আগল খুলে দিয়েছে। যে কথাগুলো আড়ালে আবডালে ঘুরে বেড়াত, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তা জোর গলায় বলছেন অনেকে। ‘পান সিংহ তোমর’, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া মনে করেন, এই গ্রুপবাজি ইন্ডাস্ট্রিকে বাড়তে দিচ্ছে না। ‘‘দুটো গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধি করে যাচ্ছে, তাতে ইন্ডাস্ট্রির কোনও লাভ হচ্ছে না,’’ মন্তব্য পরিচালকের। তাঁর আঙুল যে কর্ণ জোহর এবং যশ রাজ ফিল্মসের দিকে তা বুঝতে বাকি থাকে না। ‘‘যশজি (চোপড়া) পাথ ব্রেকিং ছবি করেছিলেন। তার পর কী হল? সব ছবিতেই বিয়ের গান, এনআরআইদের খুশি করার চেষ্টা চলছে। গ্রুপবাজিতে সমস্যা নেই যদি তা থেকে ভাল প্রডাক্ট আসে,’’ স্পষ্টবক্তা তিগমাংশু।

Advertisement

স্বজনপোষণ এবং লবিবাজি নিয়ে বেশ অনেক দিন ধরেই সরব অভিনেতা রণবীর শোরে। একের পর এক টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন। লিখেছেন, ‘‘কিছু ক্ষমতাবান নোংরা মানসিকতার লোকজন একত্র হয়ে একটা গ্যাং চালায়। উত্তরাধিকার সূত্রে প্রযোজনা ব্যবসায় আসা কিছু প্রযোজক গ্যাংয়ের শীর্ষে বসে যাবতীয় কলকাঠি নাড়ে।’’ তিনি নিজেও এমন একটা গোষ্ঠীর পাল্লায় বছর ১৫ আগে পড়েছিলেন বলে মন্তব্য করেছেন। রণবীরের টুইট থেকে স্পষ্ট তাঁর নিশানাতেও আদিত্য চোপড়া এবং কর্ণ জোহর। কিছু দিন আগে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকাররা বড় হাউসগুলোকে ‘তেল দিতে ব্যস্ত’ এমন মন্তব্যও করেছিলেন রণবীর। তাতে অনুরাগ কাশ্যপ অভিনেতাকে দু’কথা শুনিয়েও দেন। তার পর থেকে অনুরাগ আর রণবীরের একটা বাগযুদ্ধ চলছে টুইটারে। এই সপ্তাহেই রণবীর অভিনীত ‘লুটকেস’ মুক্তি পাবে অনলাইনে। সে প্রসঙ্গে রণবীরের তির্যক মন্তব্য, ‘‘আগে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের ছবি সিনেমা হলে রিলিজ় করতে পারত না। এখন বড় হাউসগুলোর ছবিও পারছে না। কোভিড সকলকে সমান করে দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন