অভিমান নিয়েই কি চলে গেলেন সঙ্ঘমিত্রা?

একসময় টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সেই অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল নীরবেই। বয়স হয়েছিল ষাট বছর। গত মাসে ক্যানসারে আক্রান্ত হন।

Advertisement
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০২:৫৬
Share:

একসময় টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। সেই অভিনেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হল নীরবেই। বয়স হয়েছিল ষাট বছর। গত মাসে ক্যানসারে আক্রান্ত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের লম্বা কেরিয়ারে অভিনয় করেছেন তিনশোর বেশি ছবিতে, তবু গত কয়েক বছরে নিজেকে টালিগঞ্জ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ‘‘মা চেয়েছিলেন তাঁর শেষকৃত্যের পরই যেন খবরটা জানানো হয়। আমরা সেই নির্দেশই মেনেছি,’’ বলছিলেন ছেলে অনুরাগ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সঙ্ঘমিত্রা। ১৯৯১ সালে তিনি কেরিয়ার শুরু করেন। তারপর লাঠি, সাথী, মিত্তির বাড়ির বউ, পিতা স্বর্গ পিতা ধর্ম, একবার বল ভালবাসি, ব্ল্যাকমেল, আলোছায়ার মতো অনেক ছবিতে অভিনয় করেন। কিন্তু ইন্ডাস্ট্রির প্রতি কোথাও কি অভিমান ছিল তাঁর? অসুস্থতার খবর তো খুব ঘনিষ্ঠ ছাড়া বিশেষ কেউ জানতেনও না। সেই কারণেই কি ছেলেকেও শেষকৃত্যের পরে খবর দেওয়ার কথা বলে গিয়েছিলেন? উত্তরটা অজানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement