Entertainment News

বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেফতার এই অভিনেত্রী

মাদক ড্রাগ পাচারের অভিযোগে গ্রেফতার হলেন মালয়ালম অভিনেত্রী অশ্বথী বাবু। কোচি থেকে বেআইনি মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর গাড়ি চালক বিনয় আব্রাহামকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৬
Share:

অশ্বথী বাবু।

মাদক ড্রাগ পাচারের অভিযোগে গ্রেফতার হলেন মালয়ালম অভিনেত্রী অশ্বথী বাবু। কোচি থেকে বেআইনি মাদক পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর গাড়ি চালক বিনয় আব্রাহামকেও।

Advertisement

সূত্রের খবর, ‘এমডিএমএ’ নামের ওই মাদক বিক্রির জন্য কোচিতে নিজের ফ্ল্যাটে এক ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন ওই দু’জন। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। ফলে সে সময় অভিনেত্রীর ফ্ল্যাটে পুলিশ উপস্থিত হয়ে তাঁদের গ্রেফতার করে।

থিরাক্কাকারার এক সাব ইনস্পেক্টর সাংবাদিকদের বলেন, ‘‘অশ্বথীর কাছে বেআইনি মাদক রয়েছে আমরা জানতাম। গত কয়েক সপ্তাহ ধরেই ওঁর ওপর নজরদারি চলছিল। বেঙ্গালুরু থেকে ওই মাদক আনা হত। কিন্তু কে পাঠাতো, সেটা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।’

Advertisement

আরও পড়ুন, অভিনয় নয়, কোন কঠিন কাজে ব্যস্ত ঊষসী?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement