ঊষসী রায়। এই নামটা এখন বাংলা টেলিভিশন দর্শকদের ঘরে ঘরে পরিচিত নাম। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘বকুল কথা’। তাঁর অভিনয় দর্শক পছন্দ করেছেন। সম্প্রতি পর্দার বাইরে একটি ‘কঠিন কাজে’ ব্যস্ত হয়ে পড়লেন অভিনেত্রী!
আসলে শুটিংয়ের অবসরে শরীরচর্চায় ব্যস্ত ছিলেন ঊষসী। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হার্ড ওয়ার্ক’। সেই ভিডিয়ো এখন অনুরাগীদের পছন্দের তালিকার শীর্ষে।
কেরিয়ারের প্রয়োজনেই শরীরচর্চা প্রয়োজন ঊষসীর। তাঁর অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছে, তিনি যা করছেন তা কষ্টসাধ্য। তবুও অভিনেত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই।
আরও পড়ুন, বাবা বিশ্বাসঘাতকের মতো আচরণ করে, কেন বলছেন সারা?
এর আগে ‘মিলন তিথি’ ধারাবাহিকে ঊষসী নজর কেড়েছিলেন দর্শকদের। অভিনয়ে পারদর্শিতার প্রমাণ তিনি আগেও দিয়েছেন। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে পায়ের তলার জমি শক্ত করে নিচ্ছেন বলেই মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)