আংটি পরতে অনেকেই পছন্দ করেন। ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই এই গয়নার প্রতি প্রেম রয়েছে। আমাদের আঙুলের সৌন্দর্য বাড়িয়ে তোলে এই জিনিস। সোনা, রুপো প্রভৃতি ধাতু দিয়ে নির্মিত আংটি বাজারে পাওয়া যায়। নানা রত্ন বা পাথরের আংটিরও চল রয়েছে। সেগুলি পরলে নানা দিক থেকে উপকার পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে কোন আঙুলে আংটি পরছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। শাস্ত্রমতে, আমাদের প্রত্যেকটি আঙুলের সঙ্গে ভিন্ন ভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। এক এক জন মানুষ ভিন্ন ভিন্ন আঙুলে আংটি পরতে ভালবাসেন। কোন আঙুলে আংটি পরার ফলে কেমন ফল পাওয়া যায় জেনে নিন।
আরও পড়ুন:
বৃদ্ধাঙ্গুলি: বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুলের সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্র গ্রহের। এটি সুখ, প্রেম ও বৈভবের আঙুল। এই আঙুলে আংটি পরলে আমাদের কর্মক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বুড়ো আঙুলে রুপোর আংটি পরা খুব ভাল বলে মনে করা হয়। অন্যান্য ধাতুর আংটিও পরা যেতে পারে।
তর্জনী: বৃহস্পতির সঙ্গে তর্জনীর সম্পর্ক রয়েছে। এই আঙুলে আংটি পরলে নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। আমরা যে কোনও কাজ নিজের উপর বিশ্বাস নিয়ে করতে পারি। আমাদের আধ্যাত্মিক জ্ঞানও বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
মধ্যমা: মধ্যমার সঙ্গে শনি গ্রহের সম্পর্ক রয়েছে। এই আঙুলে আংটি পরলে আমাদের দায়িত্বজ্ঞান বৃদ্ধি পায়। এরই সঙ্গে যে কোনও কাজ নিয়মের সঙ্গে করতে পারি ও জীবনে ভারসাম্য বজায় রাখতেও অসুবিধা হয় না। তবে এই আঙুলে সোনার আংটি না পরাই ভাল বলে জানাচ্ছে শাস্ত্র।
অনামিকা: রবি গ্রহের আঙুল হল অনামিকা। এই আঙুলে আংটি পরলে স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসার বন্ধন মজবুত হয় বলে মনে করা হয়। অনামিকায় আংটি পরার ফলে মানুষের সৃজনশীল দিকেরও উন্নতি ঘটে।
আরও পড়ুন:
কনিষ্ঠা: কনিষ্ঠার সঙ্গে সম্পর্ক রয়েছে বুধের। এই আঙুলে সঠিক ধাতুর আংটি পরার ফলে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। তাঁদের ষষ্ঠেন্দ্রিয়ও অন্যদের থেকে খুব ভাল কাজ করে। এঁরা পেশার ক্ষেত্রে নাম করতে সক্ষম হন।