শুরু হয়ে গেল ২০২৬। লক্ষ্মীর বার, অর্থাৎ বৃহস্পতিবার শুরু হল নতুন বছর। এই দিন তাই লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে বছরটা সহজেই শুভ করে তোলা যাবে। শাস্ত্রে তুলসীগাছকে দেবী লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসীগাছ থাকে। বছরের প্রথম দিন তুলসীগাছে বিশেষ কিছু উপায় পালন করলে জীবনে উন্নতি করা যায় বলে মনে করা হয়। এই বছরটা শুভ করে তুলতে সাহায্য করবে সেই সকল টোটকা। কী করতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১. জীবনে আর্থিক উন্নতি আনতে বছরের প্রথম দিন সন্ধ্যাবেলা তুলসীগাছের গোড়ায় একটা প্রদীপ জ্বালুন। এই কাজটি বছরের প্রতি দিন করতে পারলে খুব ভাল হয়। তবে সেটি সম্ভব না হলেও, আজকের দিনে এই কাজটি অবশ্যই করুন। ঘি হোক বা তেল, যে কোনও প্রদীপই জ্বালানো যেতে পারে। এতে লক্ষ্মীদেবীর কৃপা আপনার সঙ্গে বছরভর থাকবে।
২. বছরের প্রথম দিন তুলসীগাছের গোড়ায় অবশ্যই জল দিন এবং মনোস্কামনা জানান। এই কাজটিও নিয়মিত করতে পারলে খুব ভাল হয়। ১ জানুয়ারিতে এই কাজ অবশ্যই করুন। এর ফলে খুব ভাল ফল পাবেন। জীবনে সুখের অন্ত থাকবে না।
আরও পড়ুন:
৩. শাস্ত্রে যে হেতু তুলসীকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়, তাই বছরের প্রথম দিন তুলসীগাছে সিঁদুর, আলতা, চুড়ি, টিপ ও লাল রঙের শাড়ি অর্পণ করুন। পরে সেগুলি তুলে এনে ঠাকুরঘরে রেখে দিন। এর ফলে সারা বছর দাম্পত্যসুখ বজায় থাকবে।
৪. ঋণ থেকে মুক্তি পেতে ১ জানুয়ারির দিন তুলসীগাছের গোড়ায় গঙ্গাজল ঢালুন। তার পর সেটির গোড়ায় হলুদ রঙের কাপড় বেঁধে দিন। পুজো শেষে কাপড়টি খুলে সদর দরজায় বেঁধে রাখুন। এর ফলে আর্থিক দিক দিয়ে উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ঋণের বোঝা থেকেও মুক্তি পাবেন।
আরও পড়ুন:
৫. বছরের প্রথম দিন পাঁচটি তুলসীপাতা একটি লাল কাপড়ের টুকরোর মধ্যে রেখে একটা পুঁটুলি তৈরি করুন। তার পর সেটি মানিব্যাগ বা টাকা রাখার জায়গায় রেখে দিন। এর ফলেও জীবনে আর্থিক উন্নতি ঘটবে বলে বিশ্বাস করা হয়।