জ্যোতিষশাস্ত্র মতে, দেবগুরু বৃহস্পতি হল শুভ গ্রহ। তবে শুভ গ্রহ হলেও সব রাশিকে যে সব সময় শুভ ফল দান করবে তা না। শুভ গ্রহও কখনও কোনও না কোনও রাশিকে অশুভ ফল দান করে, তেমনই অশুভ গ্রহও কখনও কোনও রাশিকে শুভ ফল দান করে। কোনও গ্রহ কখন শুভ, কখন অশুভ ফল দান করবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। আগামী ২০২৬ বৃহস্পতি কর্ম এবং আয়ের ক্ষেত্রে কোন কোন রাশিকে আশীর্বাদ দান করবে জেনে নিন।
আরও পড়ুন:
বৃহস্পতির গতির কারণে ২০২৬-এ দেবগুরু তিন রাশিতে অবস্থান করবে। বছরের প্রথম ৫ মাস মিথুন রাশিতে, পরবর্তী ৫ মাস কর্কট রাশিতে এবং শেষ ২ মাস সিংহ রাশিতে অবস্থান করবে। স্বাভাবিক ভাবে অবস্থান পরিবর্তনের কারণে প্রভাব দানেরও পরিবর্তন হবে।
বছরের প্রথম ৫ মাস বৃহস্পতি বৃষ, কন্যা এবং মকর রাশির কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। সেই কারণে বৃষ, কন্যা এবং মকর রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে সফলতা পাবেন।
মেষ, সিংহ এবং ধনু রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে এই তিন রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। এঁদের আয়ক্ষেত্রের দারুণ উন্নতি হবে।
আরও পড়ুন:
পরবর্তী ৫ মাস, অর্থাৎ জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মিথুন, তুলা এবং কুম্ভ রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক স্থাপন করবে। এর ফলে মিথুন, তুলা এবং কুম্ভ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
বৃষ, কন্যা এবং মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক স্থাপন হওয়ায় জুন থেকে অক্টোবর পর্যন্ত এই তিন রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে খুব ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
শেষ ২ মাস, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাস কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক স্থাপন করবে। এর ফলে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
মিথুন, তুলা এবং কুম্ভ রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে আয়ের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে।