বাড়িতে শুভ শক্তির সঞ্চার হোক সেই বাসনা সকলেরই থাকে। কিন্তু জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আমাদেরই করা কিছু ভুলের জন্য বাড়ির পরিবেশ নষ্ট হয়। বাড়িতে শুভ শক্তির বদলে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। ভাগ্যের উপরও এর কুপ্রভাব পড়তে দেখা যায়। বাস্তুমতে, রান্নাঘরে কেমন ভাবে কোন জিনিস রাখা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। সেই মতে, দুই মশলা রয়েছে যাদের কখনও পাশাপাশি রাখতে নেই। এদের একে অপরের সঙ্গে মিল হয় না। সেগুলিকে পাশাপাশি রাখলে বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়।
আরও পড়ুন:
কোন দুই মশলা পাশাপাশি রাখতে নেই?
বাস্তুমতে, হলুদ ও নুনকে কখনও পাশাপাশি রাখতে নেই।
কেন ও রাখলে কী হয়?
শাস্ত্রমতে, নুনের সঙ্গে চাঁদ ও শুক্রের সম্পর্ক রয়েছে। রান্নাঘরে নুন যদি সঠিক স্থানে রাখা না হয় তা হলে সেই বাড়ির সদস্যেরা আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা হয়। সেই কারণে নুন সর্বদা পরিষ্কার ও শুকনো পাত্রে রাখতে হয়।
আরও পড়ুন:
অন্য দিকে, হলুদ কেবল মশলা নয়, এর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের পুজোতেও কাজে লাগে হলুদ। তাই হলুদকে রান্নাঘরে সঠিক স্থানে, পরিষ্কার পাত্রে রাখার নিদান দেওয়া হয়। এটি জীবনে সমৃদ্ধি আনতে সহায়ক।
বাস্তুশাস্ত্র মতে, নুন ও হলুদ একে অপরের সঙ্গে থাকতে পারে না। তাই এগুলি কখনও পাশাপাশি রাখা উচিত নয়। এর ফলে পরিবারে ঝগড়া-অশান্তি বৃদ্ধি পায়। শান্তি বিঘ্নিত হয়। বৃহস্পতি, শুক্র ও চন্দ্রের শুভ পূর্ণ সুফল প্রাপ্তি হয় না। তাই এই দুই উপাদানকে সর্বদা একে অপরের থেকে আলাদা রাখতে হবে। আলাদা পাত্রে হলেও তাদের পাশাপাশি রাখা যাবে না।