২০২৫ সাল আমাদের সকলেরই ভালমন্দ মিশিয়ে কেটে গেল। এ বার প্রায় সকলেরই মনে নতুন বছর কেমন কাটবে সেটা জানার আগ্রহ উঁকি মারছে। নতুন বছরের প্রত্যেকটি দিন ভাল কাটুক সেই আগ্রহ সকলেরই মনে রয়েছে। তার জন্য জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। এই উপায়গুলি পুরনো বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর পালন করতে হবে। সঠিক নিয়মে উপায়গুলি পালন করলে ২০২৬ জুড়ে আমাদের ঘরবাড়ি এবং জীবন পজ়েটিভ শক্তিতে ভরে থাকবে। নতুন বছর সুখশান্তি এবং সমৃদ্ধিতে কাটবে।
আরও পড়ুন:
কী কী উপায় পালন করতে হবে?
১) ৩১ ডিসেম্বর রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা কাচের পাত্র ভর্তি করে সৈন্ধব লবণ নিয়ে বসার ঘরে রেখে দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে কোনও প্রবাহিত জলে অথবা যে কোনও জলে লবণটা ভাসিয়ে দিন। জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি বিদায় নেবে।
২) ৩১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে বাড়ির সদর দরজায় একটা সর্ষের তেলের প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বেলে রাখুন।
আরও পড়ুন:
৩) বছরের শেষ দিন রাত ১১টা থেকে ১২টার মধ্যে একটা মাটির পাত্রে দু’টুকরো কর্পূর এবং দুটো লবঙ্গ দিয়ে জ্বালিয়ে সারা বাড়িতে সেই তাপ ছড়িয়ে দিন।
৪) নতুন বছর শুরুর ক্ষণে, অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত ১২টার সময় শুদ্ধ বস্ত্র পরে, বাড়ির ঠাকুরের স্থানে বসে ১০৮ বার মহালক্ষ্মী মন্ত্র জপ করুন।
আরও পড়ুন:
৫) ৩১ ডিসেম্বর রাত ১২টা বেজে ১৫ মিনিটে গুগগুল, লোবান এবং ধুনো একসঙ্গে মিশিয়ে জ্বালান এবং সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন।