শুরু হয়ে গেল নতুন বছর ২০২৬। সেটিকে ঘিরে প্রায় সকলের মনেই কাজ করছে নানা আশা। বহু মানুষই নতুন বছরে পা দিয়ে ভাগ্য বদলে ফেলার স্বপ্ন দেখেন। পুরনো যা কিছু না পাওয়া রয়ে গিয়েছে, নতুন বছরে এসে সেগুলি সব অর্জন করার প্রত্যাশা নিয়ে আমরা নতুন বছর শুরু করে থাকি। সে সবের সঙ্গে বছরের শুরুতেই যদি হাতে কিছু বাড়তি টাকা পাওয়া যায় তা হলে ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু টাকা চাইলেই তো আর গাছ থেকে পেড়ে নেওয়া যায় না। তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। তবে পরিশ্রম ছাড়াও হঠাৎ করে টাকা পাওয়ার একটি সহজ উপায় হল লটারি। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ: মেষ রাশির ব্যক্তিদের জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। শেষের দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি না কাটাই বুদ্ধির কাজ হবে।
বৃষ: জানুয়ারির প্রথম দশ দিনে বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি লটারির দিকে না এগোনোই ভাল হবে। তবে সপ্তাহের শুরুতে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
মিথুন: নতুন বছরের প্রথম দশ দিনে মিথুন রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মন চাইলে শেষের দিনগুলিতে এক বার লটারি কেটে দেখতে পারেন। সপ্তাহের শুরুতে লটারি কাটতে যাবেন না।
আরও পড়ুন:
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে শুরু বা মধ্য ভাগে নয়, শেষ ভাগে।
সিংহ: জানুয়ারির প্রথম দশ দিন সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির থেকে খরচ বেশি হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।
আরও পড়ুন:
তুলা: নতুন বছরের প্রথম দশ দিনে তুলা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে। তবে আয়ের ভাগই বেশি, ব্যয় কম দেখা যাচ্ছে।
বৃশ্চিক: জানুয়ারির প্রথম দশ দিন বৃশ্চিক রাশির ব্যক্তিদের লটারির দিকে পা বাড়ানো উচিত হবে না।
ধনু: মধ্য ভাগটা ধনু রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
আরও পড়ুন:
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই। এঁরা চাইলেই লটারির টিকিট কেটে এক বার ভাগ্য যাচাই করতে পারেন।
কুম্ভ: নতুন বছরের প্রথম দশ দিন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের লটারির দিকে না এগোনোই খুব ভাল হবে। কম সংখ্যার লটারির দিকেও যাবেন না।
মীন:মীন রাশির ব্যক্তিরা শুরুর দিকে এক বার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে একেবারেই লটারির টিকিট কাটবেন না।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)