মেষ রাশি: ২০২৬ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং ব্যবসায়িক প্রচেষ্টা উচ্চাকাঙ্ক্ষা, পরিবর্তনের দ্বারা ব্যাপক ভাবে প্রভাবিত হবে। পেশাগত যাত্রাকে পরিচালনা করবে বৃহস্পতি, শনি এবং মঙ্গল। মেষ রাশির জন্য নতুন বছর কর্মক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি তৈরি, নতুন সুযোগ গ্রহণ এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বছর। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে জানুয়ারি মাস কর্মজীবনের জন্য সুর নির্ধারণ করবে। সূর্য এবং শনির প্রভাব নেতৃত্ব দেওয়ার এবং উদ্ভাবনী ক্ষমতাকে তুলে ধরবে।
বৃষ রাশি: ২০২৬ সাল বৃষ রাশির জন্য ধারাবাহিক অগ্রগতি এবং ক্রমবর্ধমান স্বীকৃতি নিয়ে আসবে, তেমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। বছরটি বৃষ জাতক-জাতিকাদের মনোযোগী, সংগঠিত এবং ধৈর্যশীল থাকার বছর। ধারাবাহিক প্রচেষ্টা ফল দিতে শুরু করতে পারে বছরটিতে। বছরের শুরুতে মঙ্গল শক্তি বৃদ্ধি করে সহজেই আরও দায়িত্ব নিতে সাহায্য করবে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে সামান্য সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
মিথুন রাশি: নতুন বছরে কর্মক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টার ফল মিলতে পারে মিথুন রাশির জাতিক-জাতিকাদের কপালে। তবে নতুন বছরে কোনও কাজেই তাড়াহুড়ো করা উচিত হবে না মিথুন রাশির। ২০২৬-এ মিথুনের জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছোটখাটো বাধাবিপত্তি থাকলেও, জুন মাসে শুভ পরিবর্তন আসবে। বছরের পরবর্তী সময় কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে। কাজকর্ম সংগঠিত করার, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার এবং ধীর-স্থির অগ্রগতির উপর মনোনিবেশ করার জন্য এটি ভাল সময়।
কর্কট রাশি: নতুন বছরটি কর্কট রাশির জন্য আশীর্বাদ। পেশাগত জীবন উন্নতি এবং অর্থপূর্ণ অগ্রগতিতে পরিপূর্ণ। বছরের শুরু থেকেই কর্কট রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নিজেদের উজ্জ্বল ভাবে ফুটিয়ে তুলতে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে মঙ্গল। দলগত ভাবে করা কোনও কাজেও আলাদা ভাবে স্বীকৃতি মিলবে। এমনকি বছরের শুরুতে সূক্ষ্ম অগ্রগতিও দীর্ঘমেয়াদি সাফল্যের পথ প্রশস্ত করতে পারে। বছরটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকারা কাজ এবং ব্যবসা নিয়ে আরও মনোযোগী হবেন বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।
সিংহ রাশি: সিংহ জাতকদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক হলেও, বৃহস্পতির বক্রগতির কারণে বছরের প্রথম আড়াই মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক সময় কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্তি হবে। তবে ২০২৬-এ সিংহ রাশির জীবনে হঠাৎ করে বিশেষ কিছু সুযোগ এনে দিতে পারে মঙ্গল। স্থির দৃষ্টিভঙ্গির জন্য নতুন বছর সম্মানও এনে দিতে পারে সিংহ জাতক-জাতিকাদের।
কন্যা রাশি: ২০২৬ কর্মজীবন এবং ব্যবসায় স্থিতিশীল অগ্রগতি এবং সুযোগ এনে দেবে কন্যা রাশিকে। কর্মক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে ২০২৬-এর মে মাস পর্যন্ত। সেই কারণে কন্যা রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। মে মাসের পর ভাল ফল না-ও মিলতে পারে। টাকাপয়সাও খরচ করতে হবে দেখেশুনে। তবে সব মিলিয়ে কন্যা রাশির দীর্ঘমেয়াদি প্রকল্পগুলিতে মনোনিবেশ করার জন্য এটি একটি দুর্দান্ত বছর। নতুন ব্যবসা শুরু করতে চান যাঁরা, তাঁরাও ভাল ফল পেতে পারেন।
তুলা রাশি: তুলা রাশির জন্য ২০২৬ শুরু হবে শান্ত এবং চিন্তাশীল শক্তি দিয়ে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রমাণ করার এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। সহকর্মীদের প্রতি আরও সংবেদনশীল করে তুলবে তুলার জাতক-জাতিকাদের, যা নেতৃত্ব দেওয়ার সুযোগও এনে দেবে। বুধের কৃপায় কাজ, টাকাপয়সা উভয়ই আসবে। মঙ্গল কাজের চাপ বৃদ্ধি করলেও শনি সংগঠিত এবং শান্ত থাকতে সাহায্য করবে। যদি তুলা রাশির কেউ নতুন বছরে ব্যবসা শুরু করতে চান, তা হলে সেই সিদ্ধান্ত আরও এক বার পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।
মীন রাশি: মীন রাশির জন্য বছরটি শুরু হবে শক্তি এবং আত্মবিশ্বাসের সঙ্গে। কর্মক্ষেত্রে অনেক না পাওয়া সম্মান অর্জনের জন্য উৎসাহিত করবে সূর্য। অন্য দিকে, আটকে থাকা অনেক কাজ হয়ে যাবে। মঙ্গল কর্মক্ষেত্রে ইন্ধন জোগালেও এ বছর মীন জাতক-জাতিকাদের ভোগাতে পারে শারীরিক ক্লান্তি। তবে শনি স্থির অগ্রগতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সমর্থন করে সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত তৈরি করতে সাহায্য করবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy