Devlina Kumar

প্রথম পুজোর ছবি, তা-ও ডিগ্ল্যাম চরিত্র! শিবুদা ভ্যাসলিন পর্যন্ত লাগাতে দেয়নি: দেবলীনা

অভিনয় যতটা প্রিয়, নাচ বোধহয় তার চেয়ে খানিক বেশিই। তাই বিদেশে অনুষ্ঠান থাকলে সহজেই সিরিয়ালের কাজ ছেড়ে দেন। সেই থেকে তৈরি হয় গুচ্ছ ভুল ধারণা। তাতে অবশ্য কোনও পরোয়া নেই দেবলীনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৫:৩৬
Share:

‘রক্তবীজ’ ছবিতে দেবলীনা কুমার। ছবি: সংগৃহীত।

তাঁর অভিনয়ের কেরিয়ার অনেক বছরের। কিন্তু এই প্রথম পুজোয় কোনও ছবিতে থাকছেন দেবলীনা কুমার। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে তাঁকে দেখা যাবে যামিনীর চরিত্রে। গল্পে রাষ্ট্রপতির বাড়ির আশ্রিতা তিনি। রাজনৈতিক থ্রিলারে তাঁর চরিত্রের সঙ্গেও কিঞ্চিৎ রহস্য জুড়ে রয়েছে। ট্রেলারে এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে, দেবলীনার চরিত্রটা একদমই ছাপোষা। মুখে রূপটানের কোনও চিহ্ন নেই। যাকে বলে ‘ডিগ্ল্যাম’ চরিত্র। আনন্দবাজার অনলাইনকে দেবলীনা হাসতে হাসতে বললেন, ‘‘আপাদমস্তক ডিগ্ল্যাম যাকে বলে, চরিত্রটা একদম তাই। মেকআপ তো নেই। এক দিন শুটিংয়ে সানস্ক্রিন লাগিয়ে গিয়েছিলাম। সেটাও তুলিয়ে দিল। শিবুদা আমায় ভ্যাসলিন পর্যন্ত লাগাতে দিত না।’’

Advertisement

অভিনেত্রী মানেই গ্ল্যামার— এমন ধারণা সকলের মধ্যেই প্রচলিত। দেবলীনাও তেমনটাই ভাবতেন। তবে জানালেন, ইদানীং তাঁর চিন্তাধারায় বদল এসেছে। এখন তিনি নিজের স্বাভাবিক চেহারা, ত্বকের খুঁত-ত্রুটি অনেক বেশি মেনে নিতে শিখেছেন। পর্দার বাইরে বেশির ভাগ সময় খুব বেশি সাজগোজ করেন না। এমনকি, পর্দায়ও নিজের রূপটানহীন চেহারা দেখতে তাঁর ভালই লাগে। তাঁর মনে হয়, এমন চরিত্র দেখলে হয়তো দর্শক নিজেদের সঙ্গে অনেক বেশি মেলাতে পারবেন।

দেবলীনা যেমন নিজের স্বাভাবিক চেহারা এখন মেনে নিতে শিখেছেন, তেমনই আর পাঁচ জনের কথায় পাত্তা না দিতেও শিখেছেন। সমাজমাধ্যমে তাঁকে ঘন ঘন ট্রোল্‌ড হতে হয়। কখনও চেহারার জন্য, কখনও তাঁর জীবনযাপনের জন্য। কোথায় ঘুরতে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোথা থেকে এত টাকা পাচ্ছেন— সব নিয়েই কটাক্ষ শুনতে হয় দেবলীনাকে। কিন্তু সে সবের আর তোয়াক্কা করেন না অভিনেত্রী। সময়ের সঙ্গে শিখেছেন, মানুষ যা ভাবার তা-ই ভাববেন। দেবলীনা সমাজমাধ্যমটাকে খুব বেশি লাভ-ক্ষতি হিসাব করে ব্যবহার করেন না। যা মন চায়, তা-ই পোস্ট করেন। কারণ, তিনি মনে করেন, অত বেশি প্রচার করে কোনও লাভ নেই। যা ভাগ্যে আছে তা-ই হবে। দেবলীনা বললেন, ‘‘আমি শেষ যে সিরিয়ালটা করছিলাম, সেই কাজটা নেওয়ার আগে বলেই রেখেছিলাম কয়েকটি বিশেষ তারিখে আমার বিদেশে নাচের অনুষ্ঠান থাকবে। তবে টেলিভিশনে যা হয়, দিনের ঠিক থাকে না। তেমনই হল। তবে আমি বোধহয় নাচটা অভিনয়ের চেয়ে একটু বেশি ভালবাসি। তাই নাচের কমিটমেন্টগুলো ফেলতে পারিনি। সিরিয়ালের প্রযোজক আমার খুব কাছের। ওর সঙ্গে কথা বলেই কাজটা ছাড়ি। তখন লন্ডন গিয়েছিলাম। পর পর নাচের অনুষ্ঠান ছিল। আমি লন্ডনে বেড়ানোর অনেক ছবি পোস্ট করি। এখানে রটে গেল, দেবলীনা বেড়াতে যাওয়ার জন্য সিরিয়াল ছেড়ে দিল। মানুষ ভুল বুঝলে খারাপ তো লাগেই। কিন্তু সেটা ভাঙানোর জন্য আমি বাড়তি কিছু করতে পারব না। নাচের অনুষ্ঠানের প্রচার করে ভুল ভাঙাতে পারতাম। কিন্তু ও সব করে কী হবে! আমি এত ভাবি না। আমার একটা সুবিধা হল, আমি খুব পরিবারকেন্দ্রিক। পরিবারের লোক খুশি থাকলে আমিও খুশি থাকি। তখন আর অন্য কিছু আমায় অত স্পর্শ করতে পারে না।’’

Advertisement

নাচ বেশি পছন্দ করেন। বরাবরই কম সংখ্যায় ছবি বা সিরিজ় করেছেন। সংসার করতেও ভালবাসেন দেবলীনা। তা হলে কোন ধরনের চরিত্র পেলে অভিনয় করতে রাজি হন? দেবলীনা বললেন, ‘‘আমি কখনওই খুব বেশি কাজ করিনি। তবে যেগুলো করেছি সেগুলো দর্শকের পছন্দ হয়েছে। সেটাই তো জরুরি। আমার একটা পুরোদস্তুর বাণিজ্যিক ছবি করার খুব ইচ্ছে। কারণ, আমি ভাল নাচতে পারি। আমার ভিডিয়ো দেখলে বুঝবেন, আমি ভাল লিপ সিঙ্ক করতে পারি। গ্ল্যামারাস ফোটোশুট করেছি অনেক। তাই বাণিজ্যিক ছবির নায়িকা হয়েও আমায় ভালই মানাবে বলে আমার মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন