2017 Durga Puja Special

সিঁদুর খেললেন মুনমুন, ঋতুপর্ণা, গার্গী…

মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ঊষা উত্থুপ, পল্লবী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, চৈতি ঘোষাল, গার্গী রায়চৌধুরি, অগ্নিমিত্রা পাল সহ একঝাঁক তারকা হাজির ছিলেন। টলিউডের ইয়াং ব্রিগেড ত্রিধা চৌধুরি, মুমতাজ সরকার, রিমঝিম মিত্র, ইশা সাহাও ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ১৫:৪৪
Share:

মুনমুনকে সিঁদুর পরিয়ে দিলেন গার্গী। ছবি: অনির্বাণ সাহা।

এ যেন শেষ হয়ে হইল না শেষ।

Advertisement

আরও পড়ুন, মহাষ্টমীর রাতে কেমন সেজেছিলেন কাজল, দেখুন ভিডিও

আজ ত্রয়োদশী। শাস্ত্র মতে দশমীতেই দুর্গা ঠাকুরের ভাসান হওয়ার কথা। বেশ কিছু পুজোর ভাসান হয়েছে। তবে বাকি রয়েছে কলকাতার কিছু বড় পুজো। মঙ্গলবার রেড রোডে কার্নিভালের পর ভাসান হবে। তার মধ্যে রয়েছে চালতাবাগানের পুজোও। এ দিন ওই মণ্ডপে সকাল থেকেই সিঁদুর খেলায় মেতেছিলেন সেলেবরা।

Advertisement

আরও পড়ুন, ফেস্টিভ সিজনে নথ পরে সাজলেন সুস্মিতা

মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ঊষা উত্থুপ, পল্লবী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, চৈতি ঘোষাল, গার্গী রায়চৌধুরি, অগ্নিমিত্রা পাল সহ একঝাঁক তারকা হাজির ছিলেন। টলিউডের ইয়াং ব্রিগেড ত্রিধা চৌধুরি, মুমতাজ সরকার, রিমঝিম মিত্র, ইশা সাহাও ছিলেন। হাজির ছিলেন মুমতাজের মা জয়শ্রী ও দিদি মানেকাও। বছরভর এই দিনটার দিকেই তাকিয়ে থাকেন সকলে। একসঙ্গে সিঁদুরখেলার মাধ্যমেই যেন শুরু হয়ে গেল আগামীর প্রস্তুতি।

ভিডিও: অনির্বাণ সাহা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement