নতুন বন্ডের খোঁজে

ড্যানিয়েল ক্রেগকে আর জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে না। প্রযোজক সংস্থা ইয়ন পরের বন্ডের খোঁজ শুরু করে দিয়েছে। হলিউডে জোর গুজব টম হিডলস্টন নাকি পরবর্তী জেমস বন্ড।

Advertisement
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০০:৩৭
Share:

ড্যানিয়েল ক্রেগকে আর জেমস বন্ডের চরিত্রে দেখা যাবে না। প্রযোজক সংস্থা ইয়ন পরের বন্ডের খোঁজ শুরু করে দিয়েছে। হলিউডে জোর গুজব টম হিডলস্টন নাকি পরবর্তী জেমস বন্ড। বিবিসির ‘দ্য নাইট ম্যানেজার’ মিনি সিরিজে নজর কেড়েছেন টম। সেখানে তাঁর চরিত্র জোনাথন পাইন বেশ বন্ড-সুলভ। জনপ্রিয় সেই টিভি সিরিজের সুবাদে শুধু বন্ড নয়, ‘ডক্টর হু’ সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্যও উঠে এসেছে তাঁর নাম। টমের কথায়, ‘‘দু’টো প্রজেক্টে নিজের নাম শুনতে পেয়ে ভাল লাগছে। করতে পারলে আরও ভাল লাগবে। তবে প্রোডিউসরদের থেকে আমি এখনও কোনও ফোন পাইনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement