তিনি বলিউডের প্রথম সুপারস্টার। বিষণ্ণ, মধুর, উদাসী, রোম্যান্টিক নায়ক রাজেশ খন্নাকে নিয়ে সম্ভবত প্রথম ‘লার্জার দ্যান লাইফ’ কিংবদন্তি নির্মাণ শুরু হয় তদানীন্তন বম্বে ইন্ডাস্ট্রিতে। তিন বছর আগে রক্তমাংসের অস্তিত্বের বাইরে চলে গিয়েছেন রাজেশ। তার আগেই পর্দায় বিরল হয়ে গিয়েছিলেন ‘আনন্দ’, ‘অমর প্রেম’-এর নায়ক। দেহপট সনে নট যে সকলি হারায় না, সে কথাটা মনে করিয়ে দিতে দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে রাজেশের স্মৃতিতে এক প্রদর্শনী শুরু হয়েছে। এতে তাঁর সিনেমার পোস্টার, লবি-কার্ড ইত্যাদির এক বিপুল সমারোহ তুলে ধরা হয়েছে। এই বিশেষ প্রদর্শনীটির রূপকার সুমন্ত বাটরা। এক দিক থেকে দেখলে এই প্রদর্শনী একটা বিশেষ পর্বের অভিজ্ঞানও বলা যায়। রাজেশকে সামনে রেখে সেই সময়কেও তুলে আনার প্রয়াস হিসাবে পোস্টার, স্টিল ছবি, গানের বুকলেট, রেকর্ড আর লবি-কার্ডের সম্ভারও রাখা হয়েছে এই প্রদর্শনীতে।