Entertainment Nees

টিভি অভিনেত্রী সঞ্জিদার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ!

জাকিরা বানু জানিয়েছেন, তাঁর স্বামী তথা স়ঞ্জিদার ভাই অনস আবদুল রহিম শেখ নাকি জাকিরাকে মারধর করতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০১
Share:

অনস্ক্রিন সঞ্জিদা শেখ। ছবি: সঞ্জিদার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

টিভি অভিনেত্রী সঞ্জিদা শেখ দর্শকদের কাছে পরিচিত মুখ। এ বার তাঁর বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হল। সঞ্জিদা ও তাঁর গোটা পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর বৌদি জাকিরা বানু।

Advertisement

আরও পড়ুন, দেবের ‘ককপিট’-এ সঙ্গী রুক্মিণী ও কোয়েল

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, জাকিরা বানু জানিয়েছেন, তাঁর স্বামী তথা স়ঞ্জিদার ভাই অনস আবদুল রহিম শেখ নাকি জাকিরাকে মারধর করতেন। তাঁর অভিযোগ, ‘‘আমার স্বামী অ্যালকোহলিক, ড্রাগ অ্যাডিক্ট। ও এবং ওর পরিবারের সকলে মাঝেমধ্যেই আমার বাবার থেকে টাকা আনতে বলত। আর না আনতে পারলে মারত।’’

Advertisement

আরও পড়ুন, চলতি বছরে মা হতে চলেছেন এই সেলেবরা

গত ২৭ মে সঞ্জিদা, তাঁর মা ও ভাই মিলিত ভাবে জাকিরা বানুর ওপর অত্যাচার করেন বলে অভিযোগ। এর পরই জাকিরা অহমেদাবাদে চলে যান। সেখানে গিয়ে অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। জাকিরা বানুর আইনজীবী সংবাদ মাধ্যমে বলেন, ‘‘ইতিমধ্যেই আমার মক্কেলের পক্ষে আদালতের একটি অর্ডার পাশ হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement