Kristen Stewart

এক হলেন সমকামী যুগল! দীর্ঘ দিনের প্রেমিকাকে গোপনে বিয়ে করলেন হলিউড নায়িকা ক্রিস্টেন

বিয়ের খবর গোপনই রেখেছিলেন ক্রিস্টেন ও ডিলান। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিবাহ শংসাপত্র পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:০৮
Share:

গোপনে বিয়ে করলেন ডিলান মেয়ার ও ক্রিস্টেন স্টিউয়ার্ট। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিনের প্রেমিকাকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টিউয়ার্ট। বহু দিন ধরেই হলিউডের চিত্রনাট্যকার ডিলান মেয়ারের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্রিস্টেন। অবশেষে অনাড়ম্বর বিয়ে সারলেন সমকামী যুগল। ২০১৯ সালের অক্টোবর মাসে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টেন ও ডিলান। ২০২১ সালে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা।

Advertisement

তবে বিয়ের খবর গোপনই রেখেছিলেন ক্রিস্টেন ও ডিলান। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিয়ের শংসাপত্র পেয়েছিলেন। তার পরেই লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়েতে খুব ঘনিষ্ঠ পরিজনেরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তাঁর স্বামী ব্র্যান্ডন ডেভিস উপস্থিত ছিলেন। বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে সেই দিকে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছিল।

বিয়ের জন্য ক্রিস্টেন বেছে নিয়েছিলেন ছাই রঙের একটি পোশাক। খোলা চুলেই এসেছিলেন বাসরে। অন্য দিকে ডিলান বেছে নিয়েছিলেন সাদা রঙের ছোট একটি পোশাক। ২০২২-এর সাক্ষাৎকারে ক্রিস্টেন বিয়ের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, “আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব। এই সপ্তাহান্তে বিয়েটা করা যাক, এই ভেবে বিয়ে করব। তার পরে সকলের সঙ্গে দেখা করে নেব। আসলে আমি ভাল করে পরিকল্পনা করতে পারি না।”

Advertisement

পরিবার পরিকল্পনা নিয়ে ক্রিস্টেন বলেছিলেন, “আমি জানি না আমার পরিবার কেমন হবে। কিন্তু কোনও ভাবেই আমি বাচ্চার কথা ভাবিনি। আবার হতেই পারে, হঠাৎ মনে হল, আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় লাগে না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভীতিপ্রদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement