Entertainment News

রাজেশ খন্নাকে নিম্নমানের অভিনেতা বলে টুইঙ্কলের তোপে নাসির

ফের বলিউডে লড়াই। যুযুধান দুই পক্ষ নাসিরুদ্দিন শাহ এবং টুইঙ্কল খন্না। কেন এই লড়াই জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ১৬:১৬
Share:

ফের বলিউডে লড়াই। যুযুধান দুই পক্ষ নাসিরুদ্দিন শাহ এবং টুইঙ্কল খন্না।

Advertisement

কেন এই লড়াই জানেন?

সাম্প্রতিক এক সাক্ষাত্কারে টুইঙ্কলের বাবা অভিনেতা রাজেশ খন্নাকে অত্যন্ত নিম্নমানের অভিনেতা বলে আক্রমণ করেছেন বলিউডে তাঁরই সহ-অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি দাবি করেছেন সাতের দশকের বলিউড বা হিন্দি ছবিগুলো মধ্যমানের। সেই সময়ই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন রাজেশ খন্না। তাই খুব সহজেই সাফল্য পেয়ে যান রাজেশ। নাসিরউদ্দিনের দাবি, রাজেশ খন্না বাস্তবে একজন অত্যন্ত নিম্নমানের অভিনেতা ছিলেন, তাঁর অনেক সীমাবদ্ধতাও ছিল।

Advertisement

স্বাভাবিক ভাবেই বাবার সম্বন্ধে এ সব সমালোচনা ভাল ভাবে মেনে নেননি টুইঙ্কল। তিনি নাসিরকে টুইটারে পাল্টা তোপ দেগে বলেন, একজন জীবিত মানুষকে সম্মান করতে না পারলেও, একজন মৃত মানুষকে সম্মান করুন। মৃত মানুষ তো উত্তর দিতে পারবেন না, তাই তাঁকে আক্রমণ করাই অত্যন্ত নিম্নরুচির।

টুইঙ্কলের সেই টুইট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement