Entertainment News

গানে-দৃশ্যে মুগ্ধ দর্শক, ‘বেগমজান’ নিয়ে তীব্র হচ্ছে প্রত্যাশা

প্রথমে আশা ভোঁসলের ‘প্রেম ম্যায় তোরে’। তারপর সোনু নিগম ও রাহাত ফতে আলি খানের ‘আজাদিয়া’। আর বিদ্যা বালন তো কমন ফ্যাক্টর। এই সব কিছুর মিশেলে তৈরি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগম জান’। ট্রেলার মুক্তির পর থেকেই অপেক্ষার পারদ চড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৬:৫৮
Share:

প্রথমে আশা ভোঁসলের ‘প্রেম ম্যায় তোরে’। তারপর সোনু নিগম ও রাহাত ফতে আলি খানের ‘আজাদিয়া’। আর বিদ্যা বালন তো কমন ফ্যাক্টর। এই সব কিছুর মিশেলে তৈরি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগম জান’। ট্রেলার মুক্তির পর থেকেই অপেক্ষার পারদ চড়ছে। ইতিমধ্যেই প্রায় তিন কোটি ভিউয়ার পেয়েছে ট্রেলারটি। গান দুটিও মন ছুঁয়েছে সকলের।

Advertisement

ভারত-পাক ‘পার্টিশন’ নিয়ে গল্প বুনেছেন পরিচালক। তাই গানেও ছিল সেই সুর। সৃজিতের কথায়, ‘‘আমি দু’দেশ থেকেই সেরা গায়কদের চেয়েছিলাম যাতে গানের মধ্যেও দেশভাগের যন্ত্রণা, কষ্টটা বোঝানো যায়। সকলের ভাল লেগেছে শুনে ভাল লাগছে।’’

আরও পডুন, ‘দুই ভাষার বেগমজানের জন্য প্রথম পছন্দ ছিলেন বিদ্যাই’

Advertisement

এর আগে অনু মালিকের সুরে ‘বর্ডার’ ছবিতে সোনু নিগমের ‘সন্দেশে আতে হ্যায়’ গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল। ‘আজাদিয়া’ও সেই পথেই এগোচ্ছে বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ। বিদ্যা বালন বলেছেন, ‘‘গানটা শুনলেই বুঝতে পারবেন, দেশভাগের অস্থিরতা যেন চোখের সামনে ছবির মতো স্পষ্ট দেখতে পাবেন।’’

অনু মালিকের সুরে আশা ভোঁসলের ‘প্রেম ম্যায় তোরে’ গানটিও দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। অনু শেয়ার করেছেন, ‘‘আশাজি যখন মূল ট্র্যাকটা শুনেছিলেন তখনই পছন্দ হয়ে যায়। রেকর্ডিংয়ের পর আশাজি বলেছিলেন গানটা অমূল্য। ওঁর গলায় ম্যাজিক আছে। এই ৮২ বছরেও ওঁর গান শুনলে অবাক হবেন। আমি সত্যিই ভাগ্যবান আশাজির সঙ্গে কাজের সুযোগ পেয়েছি।’’

ট্রেলার দেখার পরই ‘বেগমজান’-এর প্রতি এক্সপেক্টটেশন বাড়ছে দর্শকদের। বিদ্যার কথায়, ‘‘আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভাল রেসপন্স পাচ্ছি।’’

কী ভাবে ‘বেগমজান’-এর জন্য তৈরি হয়েছেন বিদ্যা? সম্প্রতি এক সাক্ষাত্কারে নায়িকা বলেছেন, ‘‘স্ক্রিপ্টটাই আমাকে তৈরি করেছে। আমি সৃজিতের সঙ্গে অনেক সময় কাটিয়েছি বেগমজান কোথা থেকে এসেছে বোঝার জন্য। ওই চ্যাটগুলোই আমার হোমওয়ার্ক ছিল। শুটিং শেষে হোটেলে ফিরে আমি একা থাকতাম। আমার কো-অ্যাক্টরা প্রায় প্রত্যেক দিন একসঙ্গে পার্টি করত, কিন্তু আমি নিজেকে ঘরবন্দি করে ফেলতাম। কারণ আমার বেগমজানকে অনুভব করাটা দরকার ছিল।’’

বিদ্যা ছাড়াও নাসিরুদ্দিন শাহ, গওহর খান, ইলা অরুণ, চ্যাঙ্কি পাণ্ডের অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে। মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন