salman khan

সলমনের ছবির মুক্তি কবে?

নেমা হল খোলার পরে জানুয়ারি মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিল্ম এগজ়িবিটররা একযোগে সলমনকে চিঠি লেখেন তাঁর ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ় করার জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ০৬:৪৪
Share:

সলমন

দেশ জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে বলিউডের অনেক ছবির মুক্তিই আপাতত স্থগিত রাখা হচ্ছে। এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’। আপাতত ছবিটির মুক্তি স্থগিত। সলমন খান তাঁর ‘রাধে’র মুক্তিও পিছিয়ে দিতে পারেন। এ বছর ইদে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি। কিন্তু সম্প্রতি কবীর বেদির বইয়ের প্রচ্ছদ লঞ্চ উপলক্ষে করা ফেসবুক লাইভে সলমন বলেছেন, ছবির মুক্তি পরের বছর ইদ পর্যন্ত পিছিয়ে যেতে পারে, ‘‘আমরা এখনও চেষ্টা করছি যাতে এ বছর ইদেই রিলিজ় হয়। কিন্তু এ ভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরের বছর ইদ পর্যন্ত ছবির মুক্তি পিছিয়ে দিতে হবে। মানুষ যদি মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, তা হলে দেশে করোনা সংক্রমণ কমতে পারে। সে ক্ষেত্রে এ বছর ইদে ছবিটি মুক্তি পেতে পারে।’’ এর পরে সলমন আরও বলেন, ‘‘দেশের নাগরিকরা যদি কথা না শোনেন, নিয়ম ভাঙেন, করোনা সংক্রমণ বাড়তে থাকে, তা হলে শুধু হলমালিকরাই সমস্যায় পড়বেন না, দিনমজুরদেরও ভোগান্তি বাড়বে। আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে যাব।’’

Advertisement

করোনার জেরে দীর্ঘ দিন বন্ধ ছিল সিনেমা হল। ওটিটিতে ছবি মুক্তির ধারা ছিল অব্যাহত। সিনেমা হল খোলার পরে জানুয়ারি মাসে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফিল্ম এগজ়িবিটররা একযোগে সলমনকে চিঠি লেখেন তাঁর ছবিটি প্রেক্ষাগৃহে রিলিজ় করার জন্য। আশা ছিল, সলমনের ছবিই আবার দর্শক টানবে প্রেক্ষাগৃহে। সলমনও কথা দিয়েছিলেন, এ বছর ইদে সিনেমা হলেই ‘রাধে’ মুক্তি পাবে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা ধোঁয়াশায়।

অন্য দিকে তামিল পরিচালক শঙ্কর ও দক্ষিণী সুপারস্টার রামচরণের পরবর্তী ছবি ‘আরসি১৫’-এ দেখা যেতে পারে সলমনকে। ছবিতে এক পুলিশের ভূমিকায় অভিনেতাকে কাস্ট করার কথা ভাবছেন শঙ্কর। পরিচালকের মতে, সলমনের উপস্থিতিই দর্শক টানতে যথেষ্ট। তবে সলমন এখনও এ ছবির জন্য সম্মতি দেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন