অস্কার নিয়ে অজানা কথা যা আপনি নাও জানতে পারেন

১৯২৯ সালের ১৬ মে প্রথম বার অনুষ্ঠিত হয় অ্যাকাডেমি পুরস্কার। আদর করে অনুরাগীরা যাকে অস্কার বলে ডাকে। ১৯২৭ এবং ১৯২৮ সালের জন্য ছবির জন্য প্রথম বার এই পুরস্কার দেওয়া হয়। তার পরের বছর ১৯৩০ সালে এপ্রিল এবং নভেম্বর মাসে দু’-দু’বার এই পুরস্কার দেওয়া হয়। অস্কার নিয়ে সাতটি অজানা কথা।

Advertisement
শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৯
Share:

১৯২৯ সালের ১৬ মে প্রথম বার অনুষ্ঠিত হয় অ্যাকাডেমি পুরস্কার। আদর করে অনুরাগীরা যাকে অস্কার বলে ডাকে। ১৯২৭ এবং ১৯২৮ সালের জন্য ছবির জন্য প্রথম বার এই পুরস্কার দেওয়া হয়। তার পরের বছর ১৯৩০ সালে এপ্রিল এবং নভেম্বর মাসে দু’-দু’বার এই পুরস্কার দেওয়া হয়। অস্কার নিয়ে সাতটি অজানা কথা।

Advertisement

অস্কার পুরস্কার জয়ীদের একটি চুক্তিপত্রে সই করতে হয়। তাঁদের অঙ্গীকার করতে হয় যদি তাঁরা পুরস্কারটি বিক্রি করেন তবে প্রথমে অ্যাকাডেমিকেই এক ডলারের বিনিময় বেচতে হবে। যদি তাঁরা তা না করেন তবে ট্রফি নিজেদের কাছে রাখতে পারবেন না। এই আইনটি ১৯৫০ সাল থেকে চালু হয়েছে।

Advertisement

লস অ্যাঞ্জেলেসের হলে ছবি না দেখানো হলে সেই ছবি অস্কারের জন্য মনোনীত হয় না।

রাইট-ইন-ভোটের মাধ্যমে প্রথম বার অস্কার জেতেন হাল মোর। ১৯৩৫ সালে ‘আ মিডসামার নাইটস ড্রিমের জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জেতেন হাল।

১৯৮৩ সাল থেকে ২০০৭ সাল, ২৪ বছরে কুড়ি বার মনোনয়ন পেলেও এক বারও অস্কার ভাগ্যে শিকে ছেড়েনি সাউন্ড রেকর্ডিস্ট কেভিন ও’নিলের।

১৯৯২ সালে ‘সাইলেন্স অফ ল্যাম্ব’ ছবিতে নরখাদক ডঃ হ্যানিবল লেক্টরের চরিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার জেতেন স্যর অ্যান্থনি হপকিন্স। এই প্রথম বার মাত্র ১৬ মিনিটের রোলের জন্য কেউ সেরা অভিনেতার পুরস্কার জেতেন।

সাড়ে তেরো ইঞ্চি লম্বা অস্কারের ট্রফির ওজন সাড়ে আট পাউন্ড।

২০০০ সালে চুরি যায় ৫৫টি ট্রফি। জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হয় ৫২টি ট্রফি। তবে খোঁজ পাওয়া যায়নি তিনটি ট্রফির।

এই সংক্রান্ত আরও খবর...

• দেখুন কারা জিতলেন এ বারের অস্কার

• সেরা অভিনেতার হাসি হাসলেন লিওনার্দো...আর কে কে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন