Uorfi Javed

মস্ত বড় ঠোঁট, ফুলে ঢোল মুখ! আঁতকে উঠছেন অনুরাগীরা, প্রেমিককে মনে করছেন উর্ফী

পরনে কালো প্যান্ট আর ক্রপ টপ। এই পোশাকে ধরা দেন তিনি। কিন্তু মুখের দিকে তাকালেই আঁতকে উঠছেন উর্ফী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১৭:৫৩
Share:

এ কী অবস্থা উর্ফীর! ছবি: সংগৃহীত।

ঠোঁট দিয়ে যায় চেনা! উর্ফী জাভেদের বর্তমান অবস্থা প্রায় তেমনই। ঠোঁট ফুলে ঢোল হয়ে গিয়েছে নেটপ্রভাবীর। বদলে গিয়েছে মুখের আকৃতি। উর্ফীকে চেনা দায়। তবে সেই ফুলে ঢোল হওয়া মুখ লুকোচ্ছেন না তিনি। কী ভাবে ঠোঁটের এই হাল হল, সেই পদ্ধতি নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন। এ বার আরও একটি ভিডিয়ো তুলে ধরলেন তিনি। এই নতুন ভিডিয়োয় দেখা যাচ্ছে, উর্ফীর মুখ আরও ফুলে গিয়েছে। তবে উর্ফীর যেন কোনও তাপ-উত্তাপ নেই। বরং নিজের ফোলা মুখ নিয়ে নিজেই রসিকতা করছেন তিনি।

Advertisement

পরনে কালো প্যান্ট আর ক্রপ টপ। এই পোশাকে ধরা দেন তিনি। কিন্তু মুখের দিকে তাকালেই আঁতকে উঠছেন উর্ফী। এ কী অবস্থা নেটপ্রভাবীর! মুখের আকৃতি বিরাট হয়ে গিয়েছে। তার উপর মস্ত বড় ঠোঁট। নিজের ভিডিয়োর সঙ্গে উর্ফী লিখেছেন, “আমার প্রেমিক বলে, কথায় কথায় মুখ ফুলিয়ে রাখি আমি। যদিও কথাটা সত্যি, তাই না?”

উর্ফী রসিকতা করলেও, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। কী ভাবে এই অবস্থা হল নেটপ্রভাবীর? ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যায়, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। উর্ফী লিখেছিলেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” তবে খুব শীঘ্রই ফের নতুন করে ফিলার্স ব্যবহার করবেন বলেও জানিয়েছেন উর্ফী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement