Urvashi Rautela

বাহুর কাপড় ছিঁড়েছিলেন, এ বার বক্ষযুগল হাতে কান-এর লাল গালিচায় উর্বশী! মূল্য কত?

কান-এর তৃতীয় দিন ফের নজর কাড়লেন উর্বশী রৌতেলা। এ বার তাঁর হাতে বক্ষযুগলের আদল, তা-ও আবার বহুমূল্যের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:০৭
Share:

উর্বশীর হাতেই রয়েছে চমক। ছবি: সংগৃহীত।

বিতর্ক ও উর্বশী রৌতেলা যেন একে অপরের পরিপূরক। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন উর্বশী। প্রথম দিন ‘তোতাপাখি’ সাজে হাজির হন। আবার দ্বিতীয় দিন কান-এর লাল গালিচায় বাঁ বাহুর ছেঁড়া পোশাকে উড়ন্ত চুম্বন তাঁর। তৃতীয় দিন ফের নজর কাড়লেন পোশাকে। এ বার উর্বশীর হাতে বক্ষযুগলের ‘আদল’, তা-ও আবার বহুমূল্যের।

Advertisement

এমনিতেই প্রচার থাকতে নাকি ভালবাসেন উর্বশী। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরাই এই দাবি করেছেন। লোকের দৃষ্টি আকর্ষণ করতে কিংবা নিজের ঢাক নিজে পেটাতে উর্বশীর নাকি জুড়ি মেলা ভার, এমনটাই মত নেটপাড়ায়। প্রথম দিন ‘তোতাপাখি ব্যাগ’ নিয়ে হাজির হন উর্বশী। এ বার তাঁর হাতে স্তনের আদলের ব্যাগ, যার গলায় শোভা পাচ্ছে বহুমূল্যের হার। অভিনেত্রীর ব্যাগটি ছিল বিলাসী ব্র্যান্ড জুডিথ লিবারের এবং এতে ছিল একটি আকর্ষণীয় ধাতব সোনার বিকিনি টপ ডিজ়াইন, বিভিন্ন স্ফটিক কাটে অলঙ্কৃত হার। ৫,৩১,৬৯৫ টাকা দামের এই ক্লাচে মুক্তোর সঙ্গে ছিল মূল্যবান পাথর, যা ব্যাগটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়েছে। এটির সঙ্গে ছিল একটি ধাতব চামড়ার রেখাযুক্ত অভ্যন্তরস্থ লম্বা কাঁধের চেন। যদিও উর্বশীকে ‘হ্যান্ডহেল্ড’ ব্যাগ হিসাবে বহন করতে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement