Devoleena Bhattacharjee

তিনি হিন্দু স্বামী মুসলিম, ছেলের ধর্ম কী? জানালেন ‘বিগ বস্’ খ্যাত অভিনেত্রী দেবলীনা

দেবলীনা ছেলের নাম রেখেছেন জয়। যদিও নামের পাশে কোনও পদবী যোগ করেননি। কিন্তু ছেলে কোন ধর্ম পরিচয়ে ব়ড় হবে, সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৯:৪১
Share:

ছেলেকে কোন শিক্ষা দিতে চান দেবলীনা? ছবি: সংগৃহীত।

২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক শেহনওয়াজ শেখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা। তার পর থেকে কেরিয়ার আর সংসার— দুটোই সামলাচ্ছেন তিনি। ভিন্ ধর্মে বিয়ে করার জন্য সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হতে হয় দেবলীনাকে। স্বামীর রূপ নিয়ে কম কটূক্তি সহ্য করেননি তিনি। যদিও সমালোচনায় চুপ করে যাওয়ার পাত্রী নন তিনি। বরাবর পাল্টা জবাব দিয়েছেন দেবলীনা। গত বছর ১৮ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন দেবলীনা। ছেলের নাম রেখেছেন জয়। যদিও নামের পাশে কোনও পদবী যোগ করেননি। কিন্তু ছেলে কোন ধর্ম পরিচয়ে ব়ড় হবে সেই নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। অবশেষে মুখ খুললেন দেবলীনা।

Advertisement

এখনও ছেলের মুখ দেখাননি ক্যামেরার সামনে। এ ক্ষেত্রে বলিউডের খ্যাতনামী তারকাদের পথ অবলম্বন করেছেন তিনি। যদিও তাতে তাঁর সন্তানের ধর্ম নিয়ে কৌতূহল কমেনি নেটমহলের বাসিন্দাদের। এই প্রসঙ্গে দেবলীনার সাফ জবাব, তাঁর ছেলের কাছে সব থেকে বড় ধর্ম হবে মনুষ্য ধর্ম। দেবলীনা বলেন, ‘‘আসলে ধর্ম খুব সুন্দর একটা ধারণা। কিন্তু কিছু মানুষ ভাবে, ধর্ম হয়তো একটাই। আমাদের সন্তানকে আমরা ভারতীয় হিসেবে বড় করে তুলব। কোনও একটা ধর্ম নয়, আমাদের দু’জনের ধর্ম থেকেই কিছু না কিছু শিখবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement