Entertainment News

ছুটি কাটিয়ে ফিরলেন সইফ-করিনা

ফর্মাল লুকে ছিলেন সইফ এবং ক্যাজুয়াল লুকে মুম্বই বিমানবন্দরে দেখা যায় করিনাকে। ছোট্ট তৈমুর ছিল বাবার কোলে। ছুটির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সইফ-করিনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১২:২৫
Share:

মুম্বই বিমানবন্দরে সইফ, করিনা ও তৈমুর। ছবি: করিনা কপূর টিমের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ছুটি শেষ। তৈমুরকে নিয়ে দেশে ফিরলেন সইফ আলি খান ও করিনা কপূর। সুইজারল্যান্ডে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন খান দম্পতি। বলি সূত্রের খবর, এই প্রথম ছোট্ট তৈমুরকে নিয়ে বড় ট্যুর করলেন তাঁরা। গত শনিবার ফেরার পথে মুম্বই বিমানবন্দরে পাপারাত্‌জিরা ফ্রেমবন্দি করেন তাঁদের।

Advertisement

আরও পড়ুন, তৈমুরের ভাই-বোন আসবে কি? কী বললেন করিনা?

ফর্মাল লুকে ছিলেন সইফ এবং ক্যাজুয়াল লুকে মুম্বই বিমানবন্দরে দেখা যায় করিনাকে। ছোট্ট তৈমুর ছিল বাবার কোলে। ছুটির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সইফ-করিনা।

Advertisement

আরও পড়ুন, জানেন, তৈমুরের বেস্ট ফ্রেন্ড কে?

জন্মের পর থেকেই তৈমুরের বিভিন্ন ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে বেশ কিছু ভুয়ো ছবিও ছিল। তবে এখন আর মিডিয়ায় থেকে তৈমুরকে তেমন আড়াল করেন না করিনা। তিনি আগেই জানিয়েছেন, তৈমুরকে ছোট থেকে এ সবের মধ্যে অভ্যস্ত করে তুলতে চান তিনি। সে কারণে এ বার নিজেই ছুটির ছবি শেয়ার করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement