Madhya Pradesh

অ্যাম্বুল্যান্সে বমি করে ফেলেছিলেন অসুস্থ স্বামী, গাড়ি পরিষ্কার না করলে হাসপাতালে না নিয়ে যাওয়ার হুমকি চালকের, ভাইরাল ভিডিয়ো

অ্যাম্বুল্যান্সে করে কিছু দূর যাওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন অসুস্থ রোগী। অ্যাম্বুল্যান্সের ভিতরেই বমি করে ফেলেন তিনি। গাড়ি নোংরা হয়ে গিয়েছে দেখে রেগে যান অ্যাম্বুল্যান্সের চালক। মাঝপথেই গাড়ি থামিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পথ দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছিল এক তরুণের। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাচ্ছিলেন তরুণের স্ত্রী। হাসপাতালে যাওয়ার পথে যন্ত্রণা সহ্য করতে না পেরে অ্যাম্বুল্যান্সের ভিতরেই বমি করে ফেলেন তরুণ। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেন অ্যাম্বুল্যান্সের চালক।

Advertisement

গাড়ি ধুয়েমুছে সাফ না করলে নোংরা গাড়ি চালিয়ে হাসপাতালে যেতে পারবেন না বলে তরুণের স্ত্রীকে হুমকি দিতে শুরু করেন তিনি। কোনও উপায় না দেখে বাধ্য হয়ে মাঝরাস্তায় অ্যাম্বুল্যান্স পরিষ্কার করতে হল রোগীর স্ত্রীকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘প্রিয়া সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা মাঝরাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স পরিষ্কার করছেন। এক ব্যক্তি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে করতে ওই মহিলার দিকে এগিয়ে যান। মহিলাকে তিনি প্রশ্ন করেন, ‘‘আপনাকে এই কাজ কে করতে বলেছেন?’’

Advertisement

মহিলা অ্যাম্বুল্যান্স পরিষ্কার করার জন্য জল নিতে পিছনে ঘুরে যান। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি মধ্যপ্রদেশের সাতনা জেলায় ঘটেছে। অসুস্থ তরুণের নাম কমলেশ রাওয়াত। রামনগরের বাসিন্দা তিনি। পথ দুর্ঘটনায় পা ভেঙে যায় তাঁর। প্রাথমিক চিকিৎসার পর কমলেশকে সাতনার জেলা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্ত্রী।

হাসপাতালে যাওয়ার জন্য অসুস্থ স্বামীকে নিয়ে অ্যাম্বুল্যান্সে চেপে বসেন ওই মহিলা। কিছু দূর যাওয়ার পর যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন কমলেশ। অ্যাম্বুল্যান্সের ভিতরেই বমি করে ফেলেন তিনি। গাড়ি নোংরা হয়ে গিয়েছে দেখে রেগে যান অ্যাম্বুল্যান্সের চালক। মাঝপথেই গাড়ি থামিয়ে দেন তিনি।

বমি পরিষ্কার না করলে তিনি আর গাড়ি চালাবেন না সেই হুমকিও দিতে শুরু করেন। বাধ্য হয়ে মাঝরাস্তাতেই জল ঢেলে ভাল করে গাড়ি পরিষ্কার করেন কমলেশের স্ত্রী। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে যায়। এক জন নেটাগরিক ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘এ আবার কী ধরনের অমানবিক আচরণ! এমন পরিস্থিতিতে কেউ এমন হুমকি দেন? অ্যাম্বুল্যান্সের চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement