Entertainment News

জনপ্রিয় সিনেমার রিমেকে জুটি বাঁধছেন বরুণ-সারা

‘কেদারনাথ’ ছবিটিরও আগে নাকি এই ছবির অফার গিয়েছিল সারা আলি খানের কাছে। কিন্তু কিছু কারণবশত এই ছবির শুটিং এখনও অবধি শুরু করা যায়নি। করিশ্মা কপূরকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেই চরিত্রেই অভিনয় করবেন সারা। বিষয়বস্তু এক রেখে খালি চরিত্র এবং গল্পটা একটু আধুনিক করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১৯:২৪
Share:

‘কুলি নম্বর ওয়ান’ ছবিটির রিমেকে জুটি বাঁধতে চলেছেন বরুণ ধওয়ন এবং সারা আলি খান।

ফের একটা রিমেক। আর এ বারও নয়ের দশকেরই একটা ছবির রিমেক হতে চলেছে। সেই রিমেকে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধওয়ন এবং সারা আলি খান

Advertisement

একজন একের পর এক হিট দিয়ে চলেছেন। কিছুদিন আগেই ‘জুডুয়া টু’ নিয়ে এসেছিলেন বরুণ। সে ছবি সুপারহিট হয়েছিল বক্স অফিসে। আর অন্য দিকে সারা আলি খান, যিনি প্রথম ছবি ‘কেদারনাথ’ দিয়েই বলিউডে বাজিমাত করেছেন। তাঁর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ও বক্স অফিসে ২০০ কোটি টাকার উপরে ব্যবসা করে ফেলেছে।

কিন্তু কোন রিমেক নিয়ে আসছেন বরুণ এবং সারা?

Advertisement

আরও পড়ুন: রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

বলি সূত্রের খবর অনুযায়ী, ‘কুলি নম্বর ওয়ান’ ছবিটির রিমেকেই দেখা যাবে সারা এবং বরুণকে। ছবিটির পরিচালনা করবেন ডেভিড ধওয়ন, যিনি ‘কুলি নম্বর ওয়ান’-ও পরিচালনা করেছিলেন। নতুন কোনও ফ্রেশ জুটিকে এই ছবির জন্য চাইছিলেন ডেভিড। বরুণ ছিলেন তাঁর পছন্দের তালিকাতেই। আর বরুণের সঙ্গে জুটি বাঁধতে সারা আলি খানকেই চাইছেন পরিচালক।

আরও পড়ুন: নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্য কী? ঐশ্বর্যা বললেন…

‘কেদারনাথ’ ছবিটিরও আগে নাকি এই ছবির অফার গিয়েছিল সারা আলি খানের কাছে। কিন্তু কিছু কারণবশত এই ছবির শুটিং এখনও অবধি শুরু করা যায়নি। করিশ্মা কপূরকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেই চরিত্রেই অভিনয় করবেন সারা। বিষয়বস্তু এক রেখে খালি চরিত্র এবং গল্পটা একটু আধুনিক করা হবে।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করাবাংলা খবরজানতে পড়ুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন