বরুণ না রাজকুমার?

শোনা যাচ্ছে, সিকুয়েলে যোগ দিতে বরুণ ভীষণ ভাবে আগ্রহী। এরই মধ্যে বার কয়েক নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন বরুণ।

Advertisement
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:০৫
Share:

গত বছরের অন্যতম সফল ছবি ‘স্ত্রী’। নতুন পরিচালক অমর কৌশিকের কাছে ছবিটি যত গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্ব রাখে রাজকুমার রাওয়ের কেরিয়ারেও। কারণ এই ছবির সুবাদেই প্রথম বার একশো কোটির ক্লাবের সদস্য হয়েছিলেন রাজকুমার। অভিনেতার ‘কুইন’ বক্স অফিসে সফল হলেও সেটা তাঁর ছবি নয়। সেই ‘স্ত্রী’-এর সিকুয়েলে রাজকুমারের পরিবর্তে দেখা যেতে পারে‌ বরুণ ধওয়নকে।

Advertisement

শোনা যাচ্ছে, সিকুয়েলে যোগ দিতে বরুণ ভীষণ ভাবে আগ্রহী। এরই মধ্যে বার কয়েক নির্মাতাদের সঙ্গে দেখা করেছেন বরুণ। এর আগে ‘অক্টোবর’ ছবির জন্যও পরিচালক সুজিত সরকারের কাছে নিজে থেকে প্রস্তাব দিয়েছিলেন বরুণ। এ দিকে ‘স্ত্রী’ ছবির নির্মাতারা পড়েছেন ধন্দে। কারণ রাজকুমারের সঙ্গেও তাঁদের খুব ভাল সম্পর্ক। স্টারকিডের কাছে কি জমি হারাবেন ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা এই অভিনেতা? নির্মাতারা কাকে বেছে নেবেন, এখন শুধু তারই অপেক্ষা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement