varun dhawan

Varun Dhawan: বরুণ ধবনের পরিবারে নতুন সদস্য, একরত্তিকে হাসপাতালে দেখতে গেলেন দাদু ডেভিড

রোহিতের সঙ্গে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় দাদু ডেভিডকেও। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। মুখে হাসি রোহিত এবং ডেভিডের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২২ ২১:৩৩
Share:

জাহ্নবীর সঙ্গে বরুণ

আবার দাদু হলেন পরিচালক-প্রযোজক ডেভিড ধবন। হাসপাতালে দেখতে গেলেন একরত্তিকে। না, তাঁর ছোট পুত্র অভিনেতা বরুণ ধবন নন, বাবা হলেন বড় পুত্র পরিচালক রোহিত ধবন। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তাঁর স্ত্রী জাহ্নবী ধবন। পুত্রসন্তান। কাকা হলেন বরুণ।

এর আগে একাধিক বার রোহিতের কন্যা নিয়ারার সঙ্গে বরুণের ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে এসেছে। ২০১৮ সালে নিয়ারার জন্ম দেন রোহিত-জাহ্নবী। চার বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম হল।

Advertisement

রোহিতের সঙ্গে হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় দাদু ডেভিডকেও। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। মুখে হাসি রোহিত এবং ডেভিডের। পাপারাৎজিদের ডাকে সারা দিয়ে হাসিমুখে হাত নাড়ান বাবা-ছেলে।

বরুণ-নাতাশার বিয়েতে জাহ্নবী-রোহিত ধবন

চলতি বছর মার্চ মাসে বরুণ ঘরনি নাতাশা দালাল তাঁর জা-এর জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে ধবন পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন কপূরের বোন অংশুলা কপূর। তিনিও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন