Vasundhara Das

একদা সিনেমার অভিনেত্রী, ‘টাইম টু ডিস্কো’র গায়িকা বসুন্ধরা এখন কেন আড়ালে?

একের পর এক হিট গান দিয়েছেন বলিউডকে। কিন্তু হঠাৎই বলিউড থেকে উধাও তিনি। সম্প্রতি প্রকাশ্যে এল বসুন্ধরার একটি ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪
Share:

বসুন্ধরা দাস। ছবি: সংগৃহীত।

বলিউডের খ্যাতনামী গায়িকা। যদিও তাঁর কেরিয়ারের শুরুটা হয় অভিনেত্রী হিসেবে। ‘মনসুন ওয়েডিং’, ‘হে রাম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। যদিও ছোট থেকে গানে পারদর্শী। অভিনয় ছাড়াও বসুন্ধরার এই প্রতিভার স্বীকৃতি দিতে দেরি করে বলিউড। একের পর এক হিট্ গান দিয়েছেন বলিউডকে। কিন্তু হঠাৎই বলিউড থেকে উধাও তিনি। সম্প্রতি প্রকাশ্যে এল বসুন্ধরার একটি ভিডিয়ো।

Advertisement

ছোট করে কাটা চুল, দুধসাদা গায়ের রং, বাদামি চোখ। হালকা খসখসে গলা। তাতেই একসময় দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ‘কাল হো না হো’ ছবির ‘ইটস্ দ্য টাইম টু ডিস্কো’ জ়েন জ়িদের মধ্যেও সমান জনপ্রিয়। ‘সালাম নমস্তে’, ‘ম্যায় হু না’, ‘নায়ক’-এর মতো হিট ছবিতে গান গেয়েছেন তিনি। যদিও সম্প্রতি বেঙ্গালুরুতে একটি হস্তশিল্প মেলায় দেখা গিয়েছে তাঁকে।

বসুন্ধরার বর্তমান ছবি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী ২০১২ সালে রবার্টো নারিন নামে এক বাদ্যযন্ত্র শিল্পীকে বিয়ে করেন। তার পর থেকে বেঙ্গালুরুতেই থাকেন। যদিও এখন খানিকটা ওজন বেড়েছে তাঁর। বর্তমানে বসুন্ধরা হাতেগোনা কিছু অনুষ্ঠান করেন। যদিও বসুন্ধরাকে এত দিন পর ক্যামেরার সামনে দেখে অনেকে মন্তব্য করছেন, তাঁর আরও বেশি গান শুনতে চান। কেউ কেউ তাঁকে মুম্বই ফিরে যাওয়ার কথাও বলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement