Entertainment News

বীণা মালিকের বিচ্ছেদ, শেষ হল তিন বছরের বিবাহিত জীবন

তিন বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটালেন পাক অভিনেত্রী বীণা মালিক। লাহৌরের এক পারিবারিক আদালত সম্প্রতি বীণা ও তাঁর স্বামী আসাদ বসির খান খাট্টাককে ডিভোর্সের অনুমতি দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৫:০২
Share:

তিন বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটালেন পাক অভিনেত্রী বীণা মালিক। লাহৌরের এক পারিবারিক আদালত সম্প্রতি বীণা ও তাঁর স্বামী আসাদ বসির খান খাট্টাককে ডিভোর্সের অনুমতি দিয়েছে। বিয়ের সময় আসাদের পরিবারের নেওয়া বরপণের ২৫ শতাংশও ফেরত পাবেন বীণা। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারিতেই ডিভোর্সের আবেদন করেছিলেন বীণা। কারণ হিসেবে জানিয়েছিলেন, আসাদের সঙ্গে মতের অমিল এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁরা কোনওভাবেই আর একসঙ্গে থাকতে পারছেন না। আসাদ তার জবাব আদালতে জমা দেওয়ার পর বীণা সহজেই ডিভোর্স পেয়ে যান। ২০১৩-এর ডিসেম্বরে দুবাইতে বিলাসবহুল অনুষ্ঠান করে বিয়ে করেন তাঁরা। জানা গিয়েছে, গত তিনমাস আলাদা থাকছিলেন। এই প্রাক্তন দম্পতির দুই ছেলে রয়েছে দু’বছরের আব্রাম ও এক বছরের আমাল।

Advertisement

আরও পড়ুন, ‘বোল্ড’ মানেই কিন্তু ‘স্ট্রং’ নয়, বললেন রাধিকা

বিয়ের দিন বীণা ও আসাদ। ছবি: টুইটারের সৌজন্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement