SOS Kolkata

প্রাপ্য নিয়ে অভিযোগ

আবার উল্টো দিকে এ অভিযোগও উঠেছে যে, ছবিটি বানাতে গিয়ে প্রত্যুষ প্রোডাকশন প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০২:৩৩
Share:

‘এসওএস কলকাতা’য় যশ-নুসরত

লকডাউনের পরে ‘এসওএস কলকাতা’ ছবিটির হাত ধরেই সিনেমার শুটিং ফের শুরু হয় টালিগঞ্জে। পুজোর সময়ে মুক্তি পায় ছবিটি। তবে অভিযোগ, ছবি তৈরির টাকা এখনও মেটানো হয়নি ভেন্ডরদের। তাই ছবির প্রযোজক এনা সাহা ছবির স্যাটেলাইট রাইটস বিক্রি করতে পারছেন না। ঘটনা হল, ছবির পোস্ট প্রোডাকশনের সময়ে এনা দুবাই চলে গিয়েছিলেন ব্যক্তিগত ফোটোশুট করতে। সেই সময় অ্যাসোসিয়েট ও লাইন প্রোডিউসর তথা ছবির পরিচালক অংশুমান প্রত্যুষের প্রযোজনা সংস্থা (প্রত্যুষ প্রোডাকশন) টাকা বাকি রেখে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ সারে। কিন্তু তাদেরও ২০ শতাংশ প্রাপ্য বাকি বলে শোনা গিয়েছে। প্রায় মাস দুয়েক দুবাইয়ে কাটিয়ে সদ্য কলকাতা ফিরেছেন এনা। তিনি বললেন, ‘‘আমার কাছে প্রত্যুষ প্রোডাকশন থেকে সরাসরি কেউ টাকা বাকির কথা জানায়নি।’’
আবার উল্টো দিকে এ অভিযোগও উঠেছে যে, ছবিটি বানাতে গিয়ে প্রত্যুষ প্রোডাকশন প্রয়োজনের অতিরিক্ত খরচ করেছে। কলকাতার এক পাঁচতারা হোটেলে এই প্রোডাকশনের অনেকেই শুটিংয়ের পরেও দিনের পর দিন থেকেছিল। এ ব্যাপারে অংশুমান প্রত্যুষ বললেন, ‘‘পুরো বিষয়টা দুটো প্রযোজনা সংস্থার ব্যক্তিগত বিষয়। তবে প্রাপ্য টাকা পেয়েছি কি না তা নিয়ে আলোচনা করতে চাই না।’’ কিন্তু পাওনা টাকা না মেটানোয় প্রত্যুষ প্রোডাকশন থেকে এনওসি দেওয়া হচ্ছে না বলে, ছবির স্বত্ব চ্যানেলকে বিক্রি করতে পারছেন না প্রযোজক। অংশুমানের কথায়, ‘‘ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে। এনা কলকাতায় ফেরায় সমস্যা এ বার মিটবে আশা করি।’’
বাজেট সংক্রান্ত সমস্যায় আটকে পড়েছে পাভেলের সঙ্গে নতুন ছবির কাজও। অক্টোবরে ছবি পাকা হলেও পিছিয়ে আসেন এনা। পাভেল অবশ্য বললেন, ‘‘শিগগিরই ওঁর সঙ্গে কম বাজেটের একটি ছবি পাকা হবে।’’
এ দিকে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, এনা সাহার প্রযোজনা সংস্থার বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায়, নতুন ইনভেস্টর আনার কথা ভাবছেন এনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন